কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।

কবুতরের ঠান্ডার চিকিৎসা,কবুতরের ঠান্ডা

আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের মারাত্বক রোগ ঠান্ডা সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


কবুতরের ঠান্ডা বা সর্দি-কাশি এমন একটি রোগ যার থেকেই মুলত সকল প্রকার রোগের শুরুটা হয়ে থাকে অর্থাৎ ঠান্ডা বা সর্দি-কাশিকে আমরা কবুতরের প্রায় সকল রোগের পুরবাভাস হিসেবে গ্রহন করতে পারি।

এর চিকিৎসা পদ্ধতি খুবই সহজ অবশ্য যে এর সম্পর্কে জানে শুধুমাএ তার জন্য।কিন্তু আপনি নিশ্চই এই সম্পর্কে খুবই কম জানেন তাইতো আপনি এইখানে এসেছেন।

 ঠান্ডার লক্ষনঃ

১ঃনাক চাপ দিলে পানি অনুভব হওয়া।

২ঃঝিম মেরে বসে থাকা।

৩ঃমুখে লালা জমে থাকা।

৪ঃসবুজ পায়খানা হওয়া।

৫ঃঝিমানো।

৬ঃওজন কমে যাওয়া।

৭ঃদুরবল হয়ে যাবে। 

৮ঃকিছু-কিছু কবুতর বমিও করতে পারে।


তো চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে বিস্তারিতঃ

যেকোনো রোগের ক্ষেএেই প্রাথমিক চিকিৎসা বলতে কিছু একটা থাকে কারন রোগের গভিরতা আগে বুঝতে হবে তার পরে চিকিৎসা দিতে হবে।

কারন রোগ যদি প্রাথমিক পর্যায়ে থাকে আর আপনি যদি কবুতরকে হাই পাওয়ারের এ্যান্টিবায়োটিক খাওয়ান তাহলে হিতের বিপরিত ঘটতে পারে।ঠিক তেমনি রোগ যদি লাস্ট স্টেজে থাকে কিন্তু আপনি যদি প্রাথমিক স্টেজের ঔষধ দিয়ে চিকিৎসা করেন তাহলেও খুব একটা লাভ হবেনা।ঠান্ডার ক্ষেএেও এটি প্রজোজ্য। 

তাই প্রাথমিক পরযায় এবং শেষ পরযায় উভয় অবস্থার চিকিৎসা সম্পর্কে ধারনা থাকাটা জরুরি

প্রথমেই চলুন যেনে নেওয়া যাক প্রাথমিক চিকিৎসা সম্পর্কেঃ

প্রাথমিক পরযায়ে DOXY-OXY প্রতি লিটার পানিতে ১ গ্রাম ব্যাবহার করতে হবে।একটানা ৫-১০ দিন।

ঔষধ মিশ্রত পানি ৬-৮ ঘন্টা পরজন্ত রাখা যাবে। নির্দিষ্ট সময়সীমা অতিক্রম হলে অবশ্যই সেই পানি ফেলে দিতে হবে।

এবার আশা যাক লাষ্ট ষ্টেজের চিকিৎসায়ঃ

রোগ যখন খুব গভির হয়ে যাবে তখন আনাদের ব্যাবহার করতে হবে TOFEN TABLET (মানুষের ঔষধ)।

প্রতিদিন ১টা করে ট্যাবলেট খাওয়াতে হবে অবশ্যই ভরা পেটে এটা দিনের যেকোনো সময়ে হতে পারে। 

হতে পারে সকালে,দুপুরে,বিকেলে কিংবা রাএে এটা কোন ব্যাপার না।

এই ঔষধটা কবুতরকে দিতে হবে একটানা ১০ দিন।

কবুতরের বয়স অনুযায়ী TOFEN TABLET এর ডোজ ভিন্ন-ভিন্ন হবে যেমনঃ

বাচ্চা কবুতরের জন্য একটি ট্যাবলেটের ৪ ভাগের ১ ভাগ,মাঝারি বয়সের কবুতরের জন্য ২ ভাগের ১ ভাগ এবং পূর্ণ বয়স্ক কবুতরের জন্য সম্পূর্ণ একটি ট্যাবলেট ব্যাবহার করতে হবে।

কেউ যদি TOFEN TABLET সংগ্রহ না করতে পারেন বা এটা ব্যাবহার না করতে চান তাহলে তাদের জন্য বিকল্প একটি ঔষধ হচ্ছে (AZIN-VET) এটা ভেটেরিনারি ঔষধ(এজিথরোমাইসিন) গ্রুপের।কেউ AZIN-VET সংগ্রহ না করতে পারলেও এই গ্রুপের অন্য যেকোনো কোম্পানির যেকোনো ঔষধ ব্যাবহার করা যেতে পারে। কিন্তু AZIN-VET টা আমার কাছে সবচেয়ে ভালো লাগে।

এই ঔষধটাও ব্যাবহার করবেন প্রতি লিটার পানিতে ১গ্রাম করে একটানা ৫-৭ দিন।


E-COLI TREATMENT 


FOR MORE INFORMATION-WIKIPRDIA


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।