Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।
Hameco-Ph By Square Pharmaceuticals Ltd 

 আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের মারাত্বক রোগ সালমেনিলা সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।

Hameco-Ph:

By:SQUARE PHARMACEUTICALS LTD. 

আমরা জারা কবুতর জগতে একেবারেই নতুন তাদের জন্য কবুতরের খুব সামান্য রোগ-বালাই ও খুবই ভয়ঙ্কর।

নতুনরা খুব স্বাধারন রোগ হলেই ভয় পেয়ে যায়। স্বাধারনত যেইসকল রোগ তেমন জটিল না সেইসকল রোগ হলেই তারা ঘাবরে যায়।

কিন্তু আজকে আমরা আলোচনা করবো কবুতরের অত্যন্তত মারাত্বক ও ভীতিকর রোগ (সালমোনিলা) সম্পর্কে। 

সালমোনিলা এমন একটি রোগ যা একবার হয়ে গেলে তা থেকে রক্ষা পাওয়া খুবই কষ্টসাধ্য।প্রতি বছর খুব ব্যাপক হারে এই রোগটি লক্ষ করা যায়।এটি মুলত ব্যাকটেরিয়া জনিত রোগ। এটি মুলত মুরগির রোগ কিন্তু কবুতরের ও হয়।এই রোগটা একবার হয়ে গেলে চিকিতসার জন্য সময় খুব কম পাওয়া যায়।তাই আমাদের সকলের উচিত মাসে অন্তত ৩-৫ দিন একটানা এই ঔষধটি ব্যাবহার করা। 

বিস্তারিত নিচে দেওয়া হলোঃ

Hameco Ph এর উপাদান সমুহঃ

YEAST-EXTRACT 2%

L-ASCORBIC ACID 1%

CITRIC ACID 2%

SORBIC ACID 2.5%

FORMIC ACID 15%

ACETIC ACID 14%

LACTIC ACID 2%

PROPIONIC ACID 7%

AMMONIUM FORMATE 24%

AMMONIUM PROPIONATE 7%

PROPYLENE GLYCOL 5%

(FATTY ACID ESTER)

WATER 18.5%

অন্নান্য উপকারীতাঃ

১ঃসবুজ,চুনা পায়খানা বা পায়খানা জনীত যেকনে সমস্যার সমাধান হিসেবে খুবই ভালো কাজ করে।

২ঃকবুতর ভালোভাবে হাটতে না পারলে ও পাখা ঝুলে পরলে তা নিরাময়ে কারজকারী।

৩ঃনিয়মিত বা অনিয়মিত বমি দুর করে।

৪ঃকবুতরের খাবারের রুচি বৃদ্ধি করে।

৫ঃরক্তে উপকারী ও অপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে।

৬ঃবিষন্নতা জনিত সকল সমস্যার সমাধান যেমনঃডায়রিয়া,

৭ঃউতপাদন ক্ষমতা কমে যাওয়া থেকে রক্ষা করে।

৮ঃভ্যাকসিনের কার্যকারিত বৃদ্ধি।

পরিমানঃ

রোগ প্রতিরোধের জন্য ১-২ মি.লি. (ml) প্রতি লিটার পানিতে। 

চিকিৎসার জন্য ৩ মি.লি.(ml) প্রতি লিটার পানিতে। 

ঔষধের পানি রোদে রাখা যাবে না। 

ঔষধ এর পানি ৬ ঘন্টার বেশি রাখা যাবেনা।


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************


মন্তব্যসমূহ

Unknown বলেছেন…
Its really helpful for Birds keeper

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।