Bombay || বোম্বে কবুতরের দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা তথ্য।

Bombay || বোম্বাই কবুতরের দাম
Picture:Collected


আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি 
আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো Bombay কবুতর সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


জাতের নামঃBombay

জাতের ধরনঃফেন্সি

বৈজ্ঞানিক নামঃColumba livia

উতপওি স্থানঃBangladesh


Bombay ফেন্সি/Fancy জাতের পুরাতন খুবই সুপরিচিত এবং দৃষ্টিনন্দন একটি জাত।এদের নামকরন মূলত হয়েছে প্রায় এদের মতো দেখতে ইন্ডিয়ান এক ধরনের কবুতরের  নাম অনুসারে।

 বাংলাদেশে জিনেটিক ইন্জিনিয়ারিং এর মাধ্যমে এই জাত উন্নয়ন করা হয়েছিলো।এদের মূল বৈশিষ্ট্য হলো এদের মাথায় থাকা বিশাল ঝুটি যা দেখতে কোন রাজার মুকুটের চাইতে কোন অংশে কম নয়। এরা সকল আবহাওয়াতেই মানিয়ে নিতে পারে।

এখন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই জাতের কবুতর পাওয়া যায়,তবে বাংলাদেশে'ই এই জাতের কবুতরের জনপ্রিয়তা বেশি।এরা খুবই নম্র সভাবের অধিকারী।সকল জাতের কবুতরের মতো এরাও Rock Pigeon বা জালালি কবুতরের বংশধর।



দৈহিক বর্ননাঃ

আকারঃএরা মাঝারি আকারের একটি জাত।


 মাথা: এদের মাথা মাঝারি আকারের,ঠোট লম্ববা,চোখ লাল হবে(সাদা বোম্ববাই এর চোখ কালো হবে),চোখের উপরে ভ্রু থাকে এবং মাথায় বড় ঝুটি থাকে।


বুক:এদের বুক মাঝারি এবং মাংসাল


 লেজ: এদের লেজ মাঝারি আকারের এবং সুগঠিত।


পাখাঃএদের পাখা মাঝারি আকারের এবং আত্মররখখার জন্য জতটুকু প্রয়োজন ততটুকু উরতে সাহায্য কর।


ঘারঃএদের ঘার মাঝারি আকারের হয়ে থাকে।


 পা: এদের পা মাঝারি এবং এদের পায়ে মুজা বা Muff থাকেনা এবং পা উজ্জল লাল রঙের হয়ে থাকে।


ব্যাবহারঃমূলত সৌন্দর্য উপভোগ করার জন্যই এদেরকে পালন করা হয়।


অন্যান্যঃএদের গড় ওজন ৪৮০ থেকে ৫৮০ গ্রামএবং গড় আয়ু ৭ থেকে ১০ বছর।


কালার বা রঙঃকালো,সাদা,লাল,হলুদ।

Bombay || বোম্বাই কবুতরের দাম
Pictures:Collected



দামঃ Bombay কবুতরের দাম নির্ভর করে সাইজ,কালার,ঝুটি এবং ব্রিডারের উপর তাই এদের সঠিক দাম বলাটা কঠিন বিষয় তবে এদের আনুমানিক দামঃ

Adault:আনুমানিক ১৫,০০০ থেকে ৩০,০০০ হাজার টাকা।কিছু ক্ষেএে
দাম কম বেশি হতে পারে।

Baby:আনুমানিক ৫,০০০ থেকে ১০,০০০ হাজার টাকা। কিছু ক্ষেএে
দাম কম বেশি হতে পারে। 




পালন পদ্ধতিঃ
Bombay কবুতর খুবই সৌখিন এবং মূল্যবান একটি জাতের কবুতর আর কোনো সৌখিন কবুতর পালক-ই চাইবেনা যে তার শখের মূল্যবান কবুতরটি হারিয়ে যাক বা চুরি হয়ে যাক।এমনিতেই ফেন্সি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যসব কবুতরের তুলনায় দুর্বল হয়ে থাকে।কারন বিভিন্ন ধরনের কবুতরের Selective Breeding এর দ্বারা এদের জন্ম হয়। 


তাই এদেরকে মুক্ত করে বা ছেরে পালন করার থেকে খাচায় আবদ্ধ করে পালন করাই উওম।কারন এদের রোগ প্রতিরোধ খমতা যেহেতু কম তাই এরা সামান্যতেই অসুস্থ হয়ে পরে খাচায় পালন করলে তারা সবসময় তাদের পালনকর্তার চোখের সামনে থাকে তাই তাদের সমস্যা বুঝে চিকিৎসা দেওয়াটা সহজ হয়।

তাই আমি বলবো এদেরকে খাচায় পালন করুন এবং নিয়মিত সুষম খাদ্য দিন এবং নিশ্চিত থাকুন😇।




প্রায় সকল ধরনের ফেন্সি কবুতর-ই অন্নান্য স্বাধারন কবুতরের তুলনায় কম গতিতে বংশবৃদ্ধি করলেও এরা খুব ভালো ডিম বাচ্চা করে। তবে কিছু-কিছু সময়ে এদের ডিম ফুটানো এবং বাচ্চা পালন করে বড় করার দাইত্ব দিতে হয় অন্য কবুতরকে ঠিক যেমন মানুষের বাচ্চা দওক দেওয়া হয় যাদের কাছে দওক দেওয়া হয় তাদেরকে বলা হয় ফোস্টার কবুতর।

এবার আশা যাক কাজের কথায় যে এরা বছরে কতবার বংশবৃদ্ধি করেঃ

এর সঠিক উওর হচ্ছেঃএরা বছরে ৫ থেকে ৬ বার বংশবৃদ্ধি করতে পারে তবে ফোস্টার করলে আরো বেশি বংশবৃদ্ধি করানো সম্ভব।



ভুল এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

তথ্য সংগ্রহঃ
নিজ অভিজ্ঞতা,উইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।

লেখকঃ
ঈদী আমিন আবিদ (এডমিন)।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।