Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।
Boostbryd-N By Square pharmaceuticals Ltd 

 
Boostbryd -N:

Manufactured By :

 XVET Marketing GmbH 

Marketed By:

SQUARE PHARMACEUTICALD LTD

A GERMAN PRODUCT.. 


উপাদানঃ

ভিটামিন,মিনারেল এবং এ্যামাইনো এসিড

কেন খাওয়াবেনঃ

১ঃকবুতরের শারিরীক বৃদ্ধি যথাযথ ভাবে না হলে

২ঃকবুতরের বিষন্নতা দুর করতে।

৩ঃকৃমির কোর্স করানোর পরে। 

৩ঃযেকোন ধরনের দুর্বলতা দুর করতে।

৪ঃওজন কমে যাওয়া। 

৫ঃমাসিক কোর্সেও খাওয়াতে পারেন প্রতি মাসে ৫ থেকে ৭ দিন।


খাওয়ানোর নিয়ম ও পরিমানঃ

রোগ প্রতিরোধের জন্য ১-১.৫ মিলি (ml) প্রতি লিটার বিষুদ্ধ পানিতে।

এবং চিকিৎসার জন্য ২-৩ মিলি(ml) প্রতি লিটার বিষুদ্ধ পানিতে।

সতর্কতাঃ

রোদ থেকে দুরে সুষ্ক ও স্বাভাবিক তাপমাএায় রাখুন

সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন।


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।