কবুতরের Aderno Virus কি কেন হয় এবং এর চিকিৎসা ২০২১।

কবুতরের Aderno Virus কি কেন হয় এবং এর চিকিৎসা ২০২১।


 আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো Aderno Virus সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


Aderno Virus মূলত অসুস্থ বা দুর্বল কবুতরকে বেশি আক্রমন করে। 

Adreno Virus প্রকারভেদে দুই রকম হতে পারে।


১ঃএটি শুধুমাএ দুর্বল বাচ্চাদেরকেই আক্রমন করে।


এর লক্ষনঃ

১ঃডায়রিয়া বা পাতলা পায়খানা হবে।

২ঃশাসকষ্ট হবে।

৩ঃবমি হবে।


২ঃএটি শুধুমাত্র দুর্বল সয়স্ক কবুতরকেই আক্রমন করে।এর কারনে যকৃত নষ্ট হয়ে যেতে পারে।এদেরকে বাচানো খুবই কষ্টসাধ্য। 



এর লক্ষনঃ

১ঃডায়রিয়া বা পাতলা পায়খানা। 

২ঃদ্রুত কিছু বুঝার আগেই মারা যাবে।


প্রতিরোধঃ

১ঃখামার বা লফ্টের জৈব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

২ঃমাসে অন্তত ৫ দিন Multivitamin ব্যাবহার করতে হবে। 

৩ঃপ্রবায়োটিক ব্যাবহার করতে হবে।

৪ঃযেহেতু এটি Virus জনিত রোগ তাই অসুস্থ কবুতরকে সুস্থ কবুতরের সাথে রাখা যাবে না। 

৫ঃHigh Power এর Antibiotic ব্যাআহারের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

৬ঃVaccin বা টিকা ব্যাবহার করতে হবে।


বিজ্ঞপ্তিঃঃ

এই রোগে আক্রান্ত কবুতরকে বাশাবো খুবই কষ্টসাধ্য ব্যাপার কিন্তু চেষ্টা করা যেতে পারে।

চিকিৎসাঃ

ডাক্তারের পরামর্শ নিতে হবে। 


ফোস্টার কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের ম্যালেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের টাল রোগ সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।