কবুতরের রক্ত-আমাশয় এর চিকিৎসা ২০২১।

কবুতরের রক্ত-আমাশয় এর চিকিৎসা ২০২১।

আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের রক্ত-আমাশয় সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।

রক্ত আমাশয় বা (Coccidiosis) কবুতরের শরীরের অভ্যন্তরীন একটা রোগ।এটি স্বাধারনত গরমকালে ব্যাপক আকার ধারন করে।বাচ্চা কবুতর এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে।নতুন কবুতর পালকেরা এই রোগটি হলে আতঙ্কিত হয়ে পরে কিন্তু এই সমস্যার খুবই সহজ সমাধান ও আছে।

তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা।


কিভাবে বুঝবেন যে আপনার কবুতরের রক্ত-আমাশয় হয়েছেঃ

১ঃপায়খানার সাথে রক্ত বের হবে।

২ঃকবুতর দুর্বল হয়ে পরবে।

৩ঃখাবারের  প্রতি অনিহা প্রকাশ করবে বা খাবার কম খাবে।

৪ঃপায়খানায় দুর্গন্ধ থাকবে।

৫ঃপ্যারালাইসিস হতে পারে।

৬ঃনিস্বাস নিতে কষ্ট হবে

৭ঃকবুতরের যৌন ক্ষমতা কমে যাবে বা ডিম দিবে না যদি ডিম দেয় তাহলে সেই ডিম থেকে বাচ্চা পাওয়া যাবে না।

৮ঃকবুতরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বা কমে যাবে

ইত্যাদি।











প্রতিরোধঃ

১ঃখামার বা লফ্ট নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

২ঃকবুতরকে পরিস্কার সুষম খাবার সরবরাহ করা।

৩ঃখাবার এবং পানির পাএ নিয়মিত পরিষ্কার করা এবং রোদে শুকানো।

৪ঃকবুতরকে Pigeon Wastage বা পায়খানা থেকে দুরে রাখা।

৫ঃপ্রোবায়োটিক ব্যাবহার করা।

ইত্যাদি।









চিকিৎসাঃ

AMPROSUL-K (ANTICOCCIDIAL DRUG) এবং 

CFCIN (CILROFLOXACIN 10%) এই দুইটা ঔষধ একসাথে এক লিটার পানিতে দিয়ে ১০ মি.লি. করে পানি খাইয়ে দিতে হবে দুই বেলা। 

চিকিৎসাঃTechNeck BD (You Tube) Channel.

  PIGEON (E-COLI)

COCCIDIOSIS WIKIPEDIA 


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।



সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU*****************

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।

Bombay || বোম্বে কবুতরের দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা তথ্য।