কবুতরের জন্য গ্রীট এর প্রয়োজনীয়তা ২০২১।

কবুতরের জন্য গ্রীট এর প্রয়োজনীয়তা ২০২১।

 আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের গ্রীট সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


গ্রীট খাওয়ানো কেন জরুরীঃ

গ্রিট কবুতরের হজম শক্তি বৃদ্ধিতে অপরিশীম ভূমিকা রাখে।কবুতর পাখিদের মতো তাদের খাবারের খোসা ছারাতে পারেনা তাই তাদেরকে খাবারটা খোসা সহ-ই খেতে হয়।খারারের খোসাগুলো কবুতরের বিপাকে সমস্যা তৈরি করতে পারে কিন্তু নিয়মিত গ্রট ব্যাবহার করলে এই সমস্যা থেকে অনেকটাই সমাধান পাওয়া সম্ভব।

গ্রিটের উপাদান সমুহ এবং সঠিক মিসরনঃ

গ্রিটে স্বাধারনত অনেকেই অনেক ধরনের আইটেম ব্যাবহার করে থাকে। কিন্তু যে আইটেম বা যেই জিনিস গুলো ব্যাবহার করতেই হবে আজ আমরা মূলত তা নিয়ে আলোচনা করবো।

১ঃইটের গুরা (৫০%)।

২ঃডিমের খোসা(ডিমের খোসা ব্যাবহার করলে ঝিনুকের গুড়া,সমুদ্রের ফেনা(Cattle Fidh Bone),লাইমস্টোন এগুলো ব্যাবহার না করলেও চলবে।(১০-১৫%)।

৩ঃকাঠকয়লা (২০%)।

৪ঃআয়োডিন যুক্ত লবন(বিট লবন ও ব্যাবহার করা যেতে পারে) (১০%)।

৫ঃপোড়া মাটি (১০%)।

এছারাও আরো অনেককিছু ব্যাবহার করা যেতে পারে 

যেমনঃ

চুনাপাথর বা লাইমস্টোন, সমুদ্রের ফেনা বা Cattle Fish Bone,গরম মসলা,ঝিনুকের গুরা, নিম পাতার গুরা ইত্যাদি।

সতর্কতাঃ

ইটের গুরা,কাঠকয়লা এবং ডিমের খোসা ভালো ভাবে ধুয়ে নিতে হবে (ডিমের খোসাটা গরম পানিতে ১৬ ধরে খালোভাবে ফুটিয়ে নওতে হবে।পরবর্তীতেডিমের খোসা,কাঠকয়লা এবং ইটের গুরা এগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে।

ডিমের খোসা যদি গরম পানিতে ভালোভাবে ফুটানো না হয় তাহলে সালমোনিলা সহ অন্নান্য রোগে আপনার কবুতর আক্রান্ত হতে পারে।

যরুরি বিজ্ঞপ্তিঃ

প্রয়োজন অনুযায়ী পরিমান কমবেশি হতে পারো।


PIGEON GRIT-WIKIPEDIA

কবুতরের সবুজ,চুনা পায়খানার চিকিৎসা


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।