কবুতরের টাল বা ঘারবাকা (Neck Twisting) রোগ কি কেন হয় এবং এর চিকিৎসা ২০২১।

আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের মারাত্বক টাল বা ঘারবাকা (Neck Twisting)সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


 কবুতরের টাল বা ঘারবাকা (Neck Twisting) রোগ কম বেশি সকল কবুতর পালকেরই খুবই পরিচিত একটি রোগ এটি হয় মূলত ভিটামিন B-এর অভাবে।আমাদের দেশে অনেকেই কবুতর পালন করে থাকে কেউ শখের বসে আবার কেউবা ব্যাবসায়ীক উদ্দেশ্যে। প্রত্যেক কবুতর পালক-ই কিছু-কিছু বহুল পরিচিতি রোগ এর সমুখ্খিন হয়। টাল রোগ হচ্ছে ঐসকল কমন রোগ গুলোর মধ্যে অন্যতম।

এই রোগ হওয়ার সাথে-সাথে চিকিৎসা না করলে কবুতরকে সুস্থ করা খুবই কঠিন ব্যাপার হয়ে যায়।


কেন হয়ঃ

১ঃVitamin-B-এর অভাবে।

২ঃঅসুস্থ কবুতরের পায়খানা থেকে ছরাতে পারে।

৩ঃলফ্টে নতুন কবুতর বা ধরা কবুতর প্রবেশ করালে সেই কবুতর থেকে পুরো লফ্টে ছরিয়ে পরতে পারে।

৪ঃলফ্টে বাহিরের মানুষের অবাধ বিচরন থাকলে ছরাতে পারে।


লক্ষনঃ

১ঃঘার বাকা হয়ে যাবে।

২ঃকাপুনি হতে পারে।

৩ঃকবুতর না খেতে পেয়ে দুর্বল হয়ে পরতে পারে।

৪ঃশরীরের ভারসাম্য বজায় রাখতে কষ্ট হতে পারে। 

৫ঃকিছু-কিছু ক্ষেএে সবুজ বা চুনা পায়খানা হতে পারে।


প্রতিরোধঃ

১ঃএকটা কবুতর আকরান্ত হলেই সতর্ক হতে হবে এবং অসুস্থ কবুতরকে সুস্থ কবুতরের সংস্পর্শে আসতে দেওয়া যাবেনা অন্যথায় পুরো লফ্টে ছরিয়ে পরতে পারে।

২ঃকবুতরের পায়ে যেন পায়খানা না লেগে থাকে এই বিষয়ে বিশেষ গুরুওারোপ করতে হবে।

৩ঃনিয়মিত Vitamin-B-Comples খাওয়াতে হবে কারন কবুতরের শরীর Vitamin-B শরীরে জমা রাখতে পারেনা।প্রতিদিনেরটা প্রয়োজনমতো গ্রহন করে এবং বাকিটা পায়খানার সাথে শরীর থেকে বের করে দেয়।


চিকিৎসাঃ

১ঃসবার আগে অসুস্থ কবুতরকে অন্নান্য সুস্থ কবুতর থেকে আলাদা করে ফেলতে হবে।

২ঃদিনে ২-৩ বার ঘার ম্যাসেজ করে দিলে ভালো।

৩ঃখাবার না খেতে পারলে হাতের সাহায্যে খাইয়ে দিতে হবে। 

৪ঃসকল রোগে আক্রান্ত কবুতরকে Vitamin-B দেওয়া উওম।

৫ঃমানুষের Nuro-B Injection ব্যাবহার করতে হবে।


কবুতরের মারাত্বক রোগ Inclusion Body Hepatitis সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন। 

Domestic Pigeon Wikipedia 


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।