কবুতরের বহিঃপরজীবী বা উকুন সমস্যার সমাধান ২০২১।

কবুতরের বহিঃপরজীবী বা উকুন সমস্যার সমাধান ২০২১।


আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের উকুন সমস্যা সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


 আমরা জারা কবুতর জগতে আছি তারা কবুতরের শরীরের উকুনের সাথে কম বেশি সবাই-ই পরিচিত এবং এটি একটি স্বাভাবিক এবং একই সাথে খুবই মারাত্বক সমস্যা।স্বাধারনত যারা কবুতর পাল্লা দেন বা রেস করেন তারা মূলত এই সমস্যায় বেশি পরেন।কবুতরের সঠিক পরিচর্যা করলে এটি থেকে নিস্তার পাওয়া সম্ভব।


কেন হয়ঃ

১ঃকবুতর যদি অনেকদিন যাবত গোসল না করে।

২ঃলফ্ট অপরিস্কার থাকে।

৩ঃখামারে বা লফ্টে জীবানু নাশক ব্যাবহার না করলে। 

ইত্যাদি।


এর থেকে বাচার উপায়ঃ

১ঃকবুতরকে সপ্তাহে অন্তত ২-৩ বার গোসল করাতে হবে এবং গোসলের পানিতে ফিটকারী, টিমসেন বা পটাশ ব্যাবহার করতে হবে।

২ঃখামার বা লফ্ট সবসময় পরিস্কার রাখতে হবে।

ইত্যাদি।


এই সমস্যার সমাধানঃ

Ibermac Liquied ঘারে এক ফোটা, লেজের গোড়ায় ১ ফোটা এবং বুকে ১ ফোটা 


সাবধানতাঃ

Ibermac ব্যাবহার করলে লফ্টের সকল কবুতরের উপর একসাথে ব্যাবহার করতে হবে অন্যথায় ভালো ফলফল পাওয়া সম্ভব না।


ফোস্টার কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের ম্যালেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের টাল রোগ সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।