Pigeoncarecenter | কবুতরের যত্নে নিম পাতা এর ব্যাবহার এবং উপকারীতা ২০২১।

কবুতরের যত্নে নিম পাতা এর ব্যাবহার এবং উপকারীতা ২০২১।


আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের যত্নে নিম পাতার উপকারীতা সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


 নিম পাতা যেমন মানুষ এবং অন্নান্য প্রানির জন্য উপকারী একইভাবে কবুতরের জন্যেও সমান ভাবে উপকারী।

স্বাধারনত নিম পাতা ব্যাবহার করা হয় কবুতরের কৃমিনাশক হিসেবে (যেহেতু এটি একটি প্রাকৃতিক উপাদান তাই নিম পাতা ব্যাবহার করে কৃমির কোর্স করালে Liver Tonic ব্যাবহার কবতে হয়না) এছারা অন্নান্য কারনেও এটি ব্যাবহৃত হয় কিন্তু কৃমিনাশক হিসেবেই এটি বেশি পরিচিত। অনেকেই ক্যামিকেল জাতীয় ঔষধ ব্যাবহার করা সমর্থন করেন না তাই তারা প্রাকৃতিক উপায়ে কৃমিনাশ করতে চান।

আজকের Article-টি তাদের জন্য যারা কবুতরকে প্রাকৃতিক উপায়ে কৃমির কোর্স করাতে চান।


কিভাবে ব্যাবহার করবেনঃ

স্বাধারনত নিম পাতা ২ ভাবে ব্যাবহার করা যায় 

১ঃবেটে ভুট্টা বা ডাবলির আকারের বল তৌরি করে।

২ঃরস বের করে পানির সাথে।


বল তৌরি করে যেভাবে ব্যাবহার করবেনঃ

কবুতরের সংখ্যা অনুযায়ী নিম পাতা নিতে হবে অতপর পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং পাটা-পুতার সাহায্যে ভালো ভাবে বেটে ছোট ভুট্টা বা ডাবলির আকারের বল তৌরি করে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে।

তারপর একটানা ৩ দিন প্রতি কবুতরকে ১ টি করে খাইয়ে দিতে হবে।


রস বের করে পানির সাথে যেভাবে ব্যাবহার করবেনঃ

প্রতি ১ লিটার পানির জন্য ১৫-২০ টি নিম পাতা নিয়ে ভালোভাবে পরিস্কার করে নিতে হবে অতপর পাটা-পুতার

সাহায্যে ভালোভাবে বেটে শুধুমাএ রসটুকু নিয়ে পাতার বাকি অংশ বা আশ ফেলে দিতে হবে অতপর সংগ্রহীত রসটুকু ১ লিটার পানিতে দিতে হবে। এইভাবে একটানা ৩ দিন ব্যাবহার কবতে হবে।

বিজ্ঞপ্তিঃ

নিম পাতার রস তিতা হওয়ার কারনে কবুতর এটা খেতে অসিকৃতি ব্যাক্ত করতে পারে এমনটা হলে কবুতর প্রতি ১০ ml করে হাতে ধরো খাইয়ে দিতে হবে।


নিম পাতার অন্নান্য উপকারিতাঃ

১ঃরোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 

২ঃযেকোন Virus প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

৩ঃসবুজ-চুনা পায়খানা নিরাময় করার পাশাপাশি পেটের সকল প্রকার সমস্যার সমাধান করে।


ফোস্টার কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের ম্যালেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের টাল রোগ সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 

কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 

You tube


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।