কবুতরের ডিমের ভিতরে বাচ্চা কেম মারা য়ায় এবং এর প্রতিকার।

ডিমের ভিতরে আর বাচ্চা মারা যাবে না।
কবুতরের বাচ্চা আর মারা যাবে না ইনশাআল্লাহ্।

 
আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো ডিমের ভিতরে বাচ্চচা মারা যাওয়ার কারন ও চিকিৎসা সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।

ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়া খুবই কমন একটা সমস্যা।কমবেশি সকল কবুতর পালক-ই একবার হলেও এই সমস্যার সম্মুখীন হয়েছেন।পুরাতন কবুতর পালকেরা অন্ততত বুঝতে পারেন যে কেন এমনটা হচ্ছে এবং সমস্যা অনুযায়ী চিকিৎসা দিতে পারেন কিন্তু নতুনদের জন্য এটা খুবই বিব্রতকর একটা ঘটনা তারা আসলে বুঝতেই পারেনা যে কেন এটা হচ্ছে।আসলে বিব্রত হওয়ার কিছু নেই কিছু ব্যাপারে খেয়াল রাখলেই আর এই সমস্যাটা হবেনা।

ডিমের ভিতরে বাচ্চা কেন মারা যায়ঃ

১ঃকবুতরের জীবনের প্রথম ডিম হলে এমনটা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে।

২ঃকবুতরের শরীরে ক্যালসিয়ামের অভার থাকলে।

৩ঃকবুতরের শরীরে কৃমি থাকলে।

৪ঃকবুতরের শরীরে ভিটামিন-ই এর ভভাবে থাকলে।

৫ঃকবুতরকে উন্নতমানের গ্রীট না দিলে।

৬ঃআবহাওয়া অতিরিক্ত গরম বা ঠান্ডা হলে।


চিকিৎসাঃ

১ঃবাচ্চা নেওয়ায় উদ্দেশ্যে কবুতরকে জোরা মিলানোর আগে কৃমির ঔষধ খাওয়াতে হবে

২ঃকৃমির ঔষধ খাওয়ানোর ১৫ দিন পরথেকে একটানা ৫ দিন CALPLEX এবং E-SEL খাওয়াতে হবে।প্রতি লিটার পানিতে (২-৩) এম.এল.করে।

৩ঃউন্নতমানের গ্রীট খাওয়াতে হবে। 

৪ঃকবুতরকে সুষম খাবার দিতে হবে।

৫ঃডিমে তা দিচ্ছে এমন সময় কবুতরকে অযথা বিরক্ত করা যাবেনা।

ইত্যাদি।


GATHER MORE KNOWLEDGE ABOUT PIGEON FROM WIKIPEDIA 

কবুতরের রক্ত-আমাশয়


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU*****************



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।