Pigeoncarecenter | কবুতরের যত্নে কালোজিরা এর উপকারীতা ও ব্যাবহার ২০২১।

কবুতরের যত্নে কালোজিরা এর উপকারীতা ও ব্যাবহার ২০২১।


আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের যত্নে কালোজিরার উপকারীতা সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


একমাএ মৃত্যু বাদে সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালেজিরা।(আল-কোরআন)।

কালোজিরার মধ্যে এত গুনাগুন বিদ্যমান যা বলে শেষ করা কঠিন।

আদা,রসুন,কাচা হলুদ এগুলো যেমন নানা গুনে গুনান্নিত কালোজিরাও তেমনি অসংখ্য গুনে গুনান্নিত।


উপাদানঃ

১ঃভিটামিন A,B,B2,C।

২ঃসেলেনিয়াম।

৩ঃম্যাগনেশিয়াম।

৪ঃজিংক।

৫ক্যালসিয়াম।

৬ঃআয়রন।

৭ঃআমিশ।

৮ঃচর্বি। 

৯ঃভেষজ তৈল।

১০ঃশর্করা।

১১ঃপ্রটিন।

১২ঃ১৫ টি এ্যামাইনো এ্যাসিড

১৩ঃফসফরাস।

১৪ঃফসফেট।

১৫ঃকার্বোহাইড্রেট।

ইত্যাদি।


উপকারীতাঃ

১ঃরোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

২ঃহজম শক্তি বৃদ্ধি করে।

৩ঃভিটামিন A,B,B2 এবং C এর অভাবজনিত রোগ দুর করে। 

৪ঃহার গঠনে সহায়তা করে।

৫ঃপ্রযোনন ক্ষমতা বৃদ্ধি করে।

৬ঃঠান্ডা সারাতে খুব ভালো ভূমিকা রাখে।

৭ঃঅতিরিক্ত ঠান্ডা আবহাওয়ায় কবুতরের শরীর গরম রাখে।

৮ঃনতুন পালক গজাতে সাহায্য করে এবং পালকের সৌন্দর্য বৃদ্ধি করে।

৯ঃসুস্থ-সবল বাচ্চা পেতে সাহায্য করে।

১০ঃডিম ছোট-বড় হওয়া প্রতিরোধ করে।

১১ঃবিভিন্ন ভাইরাস-ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে কবুতরকে দুরে রাখে। 

ইত্যাদি।


বিজ্ঞপ্তিঃ

যেহেতু কালোজিরা মৃত্যু ছারা সকল রোগের মহা ঔষধ। তাই এর সকল গুনাগুন বলে শেষ করা কঠিন।

কারন হয়তো এমন অনেক রোগ রয়েছে যা এখনো শনাক্ত বা আবিষ্কৃত হয়নি।


ব্যাবহারঃ

কালোজিরা কয়েক ভাবে ব্যাবহার করা যায় এখানে আমি এর ৩ ধরনের ব্যাবহারবিধি সম্পর্কে আলোচনা করবো।


ব্যাবহারবিধি ১ঃ

২.৫ থেকেগ্রাম কালোজিরা প্রতি লিটার পানিতে অন্তত ৩-৫ ঘন্টা ভিজিয়ে রেছে অতপর পানি ছেকে নিয়ে ঐ পানি পরিবেশন করতে হবে।


ব্যাবহারবিধি ২ঃ

গ্রীটের সাথেও কালোজিরা ব্যাবহার করা যেতে পারে এক্ষেএে পরিমানটা হবে প্রতি কেজি গ্রীটে ১০ থেকে ২০ গ্রাম কালোজিরা


ব্যাবহারবিধি ৩ঃ

খাবারের সাথেও ব্যাবহার করা যেতে পারে কালোজিরা

 এক্ষেএে পরিমাণটা হবে ১০ থেকে ২০ গ্রাম কালোজিরা।


বিজ্ঞপ্তিঃঃ

যেহেতু কালোজিরা একটি প্রাকৃতিক বা ভেষজ উপাদান তাই এর কোন পারশপ্রতিকৃয়া নেই তাই এর পরিমান একটু কম-বেশি হলে তেমন কোন সমস্যা হবেনা।

কিন্ত মনে রাখবেন অনেক বেশি যেন না দিয়ে দেন।



ফোস্টার কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের ম্যালেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের টাল রোগ সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 

কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 

You tube


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।