Pigeoncarecenter | কবুতরের যত্নে রসুন এর উপকারীতা ব্যাবহার এবং সাবধানতা ২০২১।

কবুতরের যত্নে রসুন এর উপকারীতা ব্যাবহার এবং সাবধানতা ২০২১।

 আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের যত্নে রসুনের উপকারীতা সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।



রসুন মানুষ অন্নান্য পষুপাখি এমনকি কবুতরের জন্যেও সমান উপকারী একটি প্রাকৃতিক বা ভেষজ ঔষধী উপাদান।

রসুন এত গুনে গুনান্নিত একটি ভেষজ যে এর গুনাগুন বলে শেষ করা কঠিন।


উপাদানঃ

১ঃকার্বোহাইড্রেট।

২ঃফ্যাট।

৩ঃপানি।

৪ঃপ্রটিন।

৫ঃফাইবার।

৬ঃথায়ামিন

৭ঃরিবোফ্লাভিন

৮ঃ নিরাসিন।

৯ঃপ্যানটোথেনিক এ্যসিড।

১০ঃপাইরিডক্সিন।

১১ঃফোলেট।

১২ঃভিটামিন C,B6 এবং অন্নান্য ভিটামিন।

১৩ঃপটাশিয়াম।

১৪ঃক্যালসিয়াম।

১৫ঃম্যাঙ্গানিস।

১৬ঃসোডিয়াম।

১৭ঃফসফরাস।

১৮ঃজিংক।

১৯ঃআয়রন।

২০ঃএলিসিন।

ইত্যাদি।


উপকারীতাঃ

১ঃজ্বর দুর করে।

২ঃঠান্ডা দুর করে এবং ঠান্ডা আবহাওয়ায় কবুতরের শরীর গরম রাখে।

৩ঃEqq Binding প্রতিরোধ করে।

৪ঃপ্রাকৃতিক মাল্টিভিটামিন হিসেবে কাজ করে।

৫ঃকবুতরের যৌন ক্ষমতা বৃদ্ধি করে।

৬ঃপ্রাকৃতিক Antibiotic হিসেবে কাজ করে।

৭ঃহার্টের সমস্যা থেকে কবুতরকে দুরে রাখে।

৮ঃরক্ত বিষুদ্ধ করে।

ইত্যাদি।


ব্যাবহারের নিয়মঃ

১থেকে ২ টা মাঝারি আকারের কোয়া নিয়ে ভালোভাবে বেটে বা থেতলে নিয়ে রসটুকু ১ লিটার পানিতে মিশিয়ে ঐ পানি পরিবেশন করতে হবে।


ব্যাবহার পদ্ধতিত ২ঃ

ছোট আকারের ১ টা বা মাঝারি আকারের অর্ধেক কোয়া হাতে ধরে কবুতরকে খাইয়ে দিতে হবে।


বিজ্ঞপ্তিঃঃ

রসুন যেহেতু ভেষজ বা প্রাকৃতিক উপাদান তাই এর কোনো ক্ষতিকর দিক নাই তাই এর পরিমান কিছুটা কম কিংবা বেশি হতেই পারে এতে কোন ক্ষতি হবেনা।


ফোস্টার কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের ম্যালেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের টাল রোগ সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 


কবুতরের যত্নে কালোজিরার উপকারীতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন


কবুতরের যত্নে তুলসি পাতার  উপকারীতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে দারুচিনির উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করন 


কবুতরের যত্নে এ্যালোভেরার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে নিম পাতার উপকারীতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 

You tube


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************









মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।