কবুতরের চোখে পানি আসা,চোখ উঠা বা চোখ ফুলে যাওয়ার কারন এবং চিকিৎসা ২০২১।

কবুতরের চোখে পানি আসা,চোখ উঠা বা চোখ ফুলে যাওয়ার কারন এবং চিকিৎসা ২০২১।


আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের চোখে পানি আসা,চেখ উঠা বা চোখ ফুলে যাওয়া সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


চোখে পানি আসা খুবই পরিচিত এবং স্বাধারন সমস্যা প্রায় সকল কবুতর পালক-ই এই সমস্যায় পরে থাকান।অভিজ্ঞরাতো এর চিকিৎসা সম্পর্কে ধারনা রাখেন কিন্তু নতুনরা ঘাবরে যেতে পারে।কিন্তু আমি বলবো নতুনরা ঘাবরাবেন না।এটি খুবই স্বাধারন একটি সমস্যা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 


কেন হয়ঃ

১ঃখামার বা লফ্ট অপরিস্কার থাকলে। 

২ঃখামারে বা লফ্টে ধারন ক্ষমতার অধিক কবুতর থাকলে

৩ঃকবুতর একে অপরের সাথে লড়াই করলে।

৪ঃএই সমস্যায় ভুগছে এমন কবুতর থেকে সংক্রমণ হতে পারে।

৫ঃকবুতরের ঠান্ডা লাগলে হতে পারে।


প্রতিরোধঃ

১ঃখামার বা লফ্ট সআসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

২ঃখামারে বা লফ্টের ধারন ক্ষমতা থেকে বেশি কবুতর রাখা যাবে না।

৩ঃখামারের বা লফ্টের নকশা এমন ভাবে করতে হবে যাতে কবুতর একে অপরের সাথে লড়াই করতে না পারে।

৪ঃএই সমস্যায় ভুগছে এমন কবুতর থেকে সুস্থ কবুতরকে দুরে সরিয়ে রাখতে হবে। 


চিকিৎসাঃ


চিকিৎসা পদ্ধতি ১ঃ


Cibodex Vet Eye Drop (Vet Medicine) ১ ফোটা করে দিনে ২ থেকে ৩ বার।


চিকিৎসা পদ্ধতি ২ঃ


Gatison Eye Drop (Human Medicine) ১ ফোটা করে দিনে ২ থেকে ৩ বার।


বিজ্ঞপ্তিঃ

১ঃ যেকোনো একটি চিকিৎসা পদ্ধতি ব্যাবহার করলেই হবে ইনশাআল্লাহ্।

২ঃকবুতরের যদি ঠান্ডা থেকে থাকে তাহলে Eye Drop-এর পাশাপাশি ঠান্ডার চিকিৎসাও করতে হবে।


কবুতরের ঠান্ডা লাগলে করনীয় সম্পর্কে বিস্তারিত জানতে  ক্লিক করুন 


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।