কবুতরের রানীেক্ষেত রোগ এবং চিকিৎসা ২০২১।

কবুতরের রানীেক্ষেত রোগ এবং চিকিৎসা ২০২১।

 আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের মারাত্বক রোগ রানীেক্ষেত সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


 রানীেক্ষেত মূলত হাস-মুরগির রোগ তবে কবুতরের ও হতে পারে।এটি মারাত্বক ছোয়াচে রোগ লফ্টের একটা কবুতর এই রোগে আক্রান্ত হলেই খুব দ্রুত পুরো লফ্টের সকল কবুতরের মধ্যে ছরিয়ে পরে।মৃত্যুর হর ৯৫% এর থেকেও বেশি। 

এই রোগের মূলত কোন চিকিৎসা নেই প্রতিরোধ-ই এর মূল চিকিৎসা। 


লক্ষনঃ

১ঃসাসপ্রস্বাসে ব্যাঘাত ঘটা বা ঘন-ঘন সাস নেওয়া।

২ঃকাপুনি হতে পারে।

৩ঃমারাত্বক কাশি হবে।

৪ঃকবুতর দুরবল হয়ে পরবে।

৫ঃযৌন ক্ষমতা কমে যাবে বা ডিম জমবে না।

৬ঃশরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। 


প্রতিরোধঃ

ভ্যাকসিন বা টিকা প্রদান করা।।

ভ্যাকসিনঃ

আরডিবিঃ৬ সপ্তাহ বা তার থেকে বেশি বয়সর কবুতরকে।


সাবধানতাঃ

১ঃটিকা কখনোই অসুস্থ কবুতরকে দেওয়া যাবে না।

২ঃটিকা দেওয়ার আগে কৃমির ঔষধ ব্যাবহার করতে হবে। 

৩ঃপরিবেশ যখন শীতল যেমনঃভোরে বা রাএে টিকা প্রয়োগ করতে হবে। 

৪ঃটিকা পরিবহন করার জন্য বরফ ব্যাবহার করা যরুরী।

৫ঃমেয়াদউওীরন বা ডেট ফেল টিকা কখনোই ব্যাবহার যোগ্য নয়।

PICTURE FROM INTERNET 


ক্যাঙ্কার সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

ছোয়াচে রোগ সম্পর্কে আরো জানতে ক্লিক করুন 


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU***************

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।