কবুতরের ক্যাঙ্কার কি কেন হয় এবং চিকিৎসা ২০২১।

 

কবুতরের ক্যাঙ্কার কি কেন হয় এবং চিকিৎসা ২০২১।

সুপৃয় দর্শক আজ আমি আলোচনা করবো কবুতরের একটি খুবই মারাত্বক সমস্যা ক্যাঙ্কার সম্পরকে। জানব ক্যাঙ্কার এর চিকিৎসা পদ্ধতি সম্পপর্কে। 

ক্যাঙ্কার কিঃ

মুখে সাদা বা হলুদ বর্নের ঘা হওয়াকে কবুতরের ক্যাঙ্কার বলে।তবে কিছু কিছু সময় পাকস্থলীতে, পরিপাকতন্রে বা নারিভুরিতে এর প্রভাব দেখা যায়।স্বাধারনত (বাবা-মা) কবুতরের এই সমস্যাটা বেশি হয়ে থাকে।কিছু-কিছু সময়ে দেখা যায় যে (বাবা-মায়ের) থেকে বাচ্চার ও এই সমস্যাটা হয়ে যায়।কম বয়সে বাচ্চা মারা যাওয়ার অন্যতম একটি কারন হলো এই ক্যাঙ্কার। 

ক্যাঙ্কারের লক্ষনঃ

১ঃখাবারের প্রতি অনিহা বা খাবার কম খাওয়া।

২ঃহজম শক্তি কমে যাওয়া বা বদহজম হওয়া।

৩ঃবমি করা।

৪ঃপাওলা পায়খানা করা পায়খানার বঙ হবে খয়েরি/বাদামী

৫ঃখাবার না খেয়ে বেশি-বেশি পাবি পান করা

৬ঃখাবার গিলতে কষ্ট হবে বা গলা টান-টান করে গিলবে।

 ইত্যাদি। 

স্বাধারনত ক্যাঙ্কার কবুতরের মুখে বা গলায় হয় কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে কবুতর খাবার পানি সবকিছু ঠিকভাবেই খাচ্ছে কিন্তু কবুতরের শরীর শুকিয়ে যাচ্ছে, খয়েরি বা বাদামি বঙয়ের পাতলা পায়খানা করছে তখন বুঝে নিতে হবে যে আপনার কবুতরের  পরিপাকতন্রে বা নারিভুরিতে ক্যাঙ্কার হয়েছে।

চিকিৎসাঃ

AMODIS SUSPENSION এবং B-COM-VIT:

লিটারে ৫ এম.এল করে একটানা ৫_৭ দিন।

  TWO PLUS SYRUP এবং B-COM-VIT SYRUP:

লিটারে ৫ এম.এল করে একটানা ৫-৭ দিন।

CANKER WIKIPEDIA PAGE

কবুতরের ক্যাংকার সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU*****************



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।