কবুতরের সবুজ-চুনা পায়খাবার চিকিৎসা ২০২১।

কবুতরের সবুজ-চুনা পায়খাবার চিকিৎসা ২০২১।

 আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের মারাত্বক রোগ সবুজ-চুনা পায়খানা সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


সবুজ পায়খানা খুব মারাত্বক একটি সমস্যা বিশেষ করে নতুন কবুতর পালকদের জন্য। যেহেতু এই সমস্যাটি হলে কবুতর খুব দ্রুত মারা যায়।

এটি হয় মুলত বদহজম বা ফাংগাল ইনফেকশন থেকে। 

খাবার বা পানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে স্বাধারনত এই সমস্যাটা হয়না।

অন্নান্য আরো কারন থাকতে পারে কিন্তু স্বাধারনত এই কারনেই হয়ে থাকে।কবুতর খাবার কম খেলেও এটি হয়ে থাকে। 

নতুন কবুতর পালকরা যখন দেখে যে তাদের কবুতর সবুজ,চুনা পায়খানা করতেছে তখন তারা ঘাবরে যায়। 

কিন্তু এর খুব সহজ চিকিৎসা পদ্ধতি রয়েছে।

চলুন আমরা সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেইঃ

স্বাধারনত সবুজ,চুনা পায়খানার জন্য অনেকেই অনেক ঔষধ ব্যাবহার করে থাকে কিন্তু সংখ্যাগরিষ্ঠ অভিজ্ঞ কবুতর পালক এই ঔষধটি ব্যাবহার করে থাকে। 

এটি মুলত একটি মানুষের এ্যান্টিবায়োটিক। 

এটি সাসপেন্সন আকারে থাকে। ঔষধরি তৈরি করে আক্রান্ত কবুতরকে ভরাপেটে ১০-১৫ ফোটা বা ১ এম.এল করে একটানা ৫-৭ দিন খাওয়াতে হবে।

২-৩ দিন খাওয়ালেই উপকার পরিলক্ষিত হবে।কিন্তু তখন ঔষধ খাওয়ানো বন্ধ করা যাবেনা। যদি তখন ঔষধ ব্যাবহার থামিয়ে বা বন্ধ করে দেওয়া হয় তাহলে একটা সম্ভাবনা থেকেই যায় রোগটা পুনরায় ফিরে আসার।আর যেহেতু এটি এ্যান্টিবায়োটিক তাই নিদিষ্ট সময় পর্যন্ত না খাওয়ালে ঔষধের কারয খমতা কমে যাবে।

Moxacil:By Square Pharmaceuticals Ltd. 

সাবধানতাঃস্বাধারন তাপমাত্রার রাখতে হবে। 

সকল ঔষধ শিশুদের নাগালের বাহিরে রাখুন।


অল্পবয়স্ক বাচ্চা কেন মারা যাচ্ছে ও এর চিকিৎসা সম্পর্কে জানতে ক্লিক করুন 


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।