Pigeoncarecenter | কবুতরের যত্নে তুলসি পাতা এর উপকারীতা ব্যাবহার এবং সাবধানতা ২০২১।

কবুতরের যত্নে তুলসি পাতা এর উপকারীতা ব্যাবহার এবং সাবধানতা ২০২১।

আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের যত্নে তুলসি পাতার উপকারীতা সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


তুলসি পাতা হচ্ছে নিম পাতা,আদা,রসুন,লেবু ইত্যাদির মতোই  ঔষধি গুনসম্পন্ন একটি ভেষজ বা প্রাকৃতিক উপাদান।এর রয়েছে নানা রকম গুনাগুন এটি মানুষ এবং অন্নান্য পশুপাখি এমনকি কবুতরের জন্যেও সমান উপকারী।


উপাদানঃ

১ঃOleanolic Acid

২ঃUrsolic Acid

৩ঃRosmarinic Acid

৪ঃEugenol

৫ঃCarvacrol

৬ঃLinalool

৭ঃB-Caryphyllene


উপকারিতাঃ

১ঃঠান্ডা সারাতে খুব ভালো কাজ করে। 

২ঃ সাশকষ্ট বা ফুসফুসের যেকোনো সমস্যা দুর করে।

৩ঃজ্বর সারাতে খুব ভালো ভূমিকা রাখে।

৪ঃVitamin-K এর অভাবজনিত সমস্যাসমূহ দুর করে।

৫ঃ৷হার্টের সমস্যা দুর করে।

৬ঃমাথা ব্যাথা দুর করে।

৭ঃরোগ প্রতিরোধ ক্ষনতা বৃদ্ধি করে।

৮ঃপশম সুন্দর রাখে।

৯ঃবিষন্নতা দুর করে।


ব্যাবহারের নিয়মঃ

প্রতি লিটার পানির জন্য ১০ থেকে ২০ টি পাতা বেটে বা থেতলে নিয়ে রসটুকু বিষুদ্ধ পানিতে ভালোভাবে মিশিয়ে ঐ পানি পরিবেশন করতে হবে।


ফোস্টার কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের ম্যালেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের টাল রোগ সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 

কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 

You tube


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।