Pigeoncarecenter | কবুতরের যত্নে এ্যালোভেরা/Aloevera এর উপকারীতা এবং ব্যাবহার ২০২১।

কবুতরের যত্নে এ্যালোভেরা এর উপকারীতা এবং ব্যাবহার ২০২১।


 আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের যত্নে এ্যালোভেরার উপকারীতা সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


এ্যালোভেরা যেমন মানুষ এবং অন্নান্য প্রানির জন্য উপকারী একইভাবে কবুতরের জন্যেও সমান ভাবে উপকারী।

এটি মুলত কবুতরের ক্লান্তি দুর করে এবং শক্তি উৎপাদন করে গরমের সময় এটি স্যালাইনের মতো কাজ করে।

অর্থাৎ গরমের সময় স্যালাইন না দিয়ে এ্যালোভেরা ব্যাবহার হরা যেতে পারে।

এটা ব্যাবহার করার কিছুক্ষনের মধ্যেই কবুতরের ক্লান্তি দুর হয়।কবুতরের শরীর শীতল হয়।


কেন ব্যাবহার করবেনঃ

১ঃক্লান্তি দুর করার জন্য।

২ঃMoulting-এর সময়।

৩ঃকবুতরের রুচি বৃদ্ধি করতে।

৪ঃবদহজম হলে।

৫ঃকবুতর বমি করলে।

৬ঃকবুতরের কিডনি,হৃটপিন্ড এবং ফুসফুসের যেকোনো সমস্যা সমাধানের জন্য।

৭ঃক্যালসিয়ামের ভালো উৎস।

৮ঃযেকোনো প্রকার কটা-ছেরা সারাতে ভালো কাজ করে।

৯ঃকবুতরের ত্বক সুন্দর রাখতে।

ইত্যাদি।


ব্যাবহারবিধীঃ

প্রথমে স্বাস্থবান ১ টা এ্যালোভেরা পাতা নিতে হবে।

অতপর ভালোভাবে রস বের করে নিয়ে প্রতি লিটার পানিতে ১৫ ml এই পরিমানে দিতে হবে।

পরিমান আপনার ইচ্ছে মতো কম-বেশি করে নিতে পারেন।


সাবধানতাঃ

এ্যালোভেরা কেটে কিছুখন রেখে দিলে ১ প্রকার হলুদ কশ বের হয় ঐ কশ কোন ভাবেই ব্যাবহার যোগ্য নয়।


ফোস্টার কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের ম্যালেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 

কবুতরের টাল রোগ সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 

কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 

You tube


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।