কবুতরের হেপাটাইটিস (Inclusion Body Hepatitis)এর চিকিৎসা ২০২১।

কবুতরের হেপাটাইটিস (Inclusion Body Hepatitis)এর চিকিৎসা ২০২১।

আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের মারাত্বক রোগ হেপাটাইটিস সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


হেপাটাইটিস একটি ছোয়াচে রোগ। এই রোগে আক্রান্ত কবুতরের বমি এবং পায়খানার সাহায্যে সংক্রমিত হতে পারে।এই রোগে আক্রান্ত কবুতরকে স্বাধারনত বাচানো সম্ভর হয় না।মৃত্যুর হাড় প্রায় শতভাগ।


লক্ষনঃ

১ঃসবুজ,বাদামি বা খয়েরী পায়খানা।

২ঃপায়খানায় গুরগন্ধ থাকবে।

৩ঃকবুতর ঝিমাবে।

৪ঃকবুতরের রুচি কমে যাবে।

৫ঃকবুতর শুকুয়ে যাবে।

৬ঃপ্রচুর পরিমানে বমি করবে।

ইত্যাদি।


চিকিৎসাঃ

এই রোগের কোন চিকিৎসা না থাকায় অসুস্থ কবুতরকে সুস্থ কবুতরের সংস্পর্শ থেকে দুরে রাখাই উওম।


কবুতরকে গ্রীট কেন খাওয়াবেন এবং গ্রীটের উপকারীতা সম্পর্কে জানতে ক্লিক করুন। 


Hepatitis Wikipedia


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।