কবুতরের Circo Virus কি কেন হয় এবং চিকিৎসা ২০২১।

কবুতরের Circo Virus কি কেন হয় এবং চিকিৎসা ২০২১।


আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের মারাত্বক রোগ Circo Virus সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


 Circo Virus মূলত কবুতরের রক্তের অন্যতম উপাদান Lymphocytes কে নষ্ট করে দেয়।যার কারনে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই কমে যায়।ফলে যেকোনো স্বাধারন রোগ দ্বারা আক্রান্ত হলেই কবুতর মারা যেতে পারে।


Circo Virus-এ আকরান্ত হয়েছে কিনা যেভাবে বুঝবেনঃ

১ঃখাবারের রুচি কমে যাবে। 

২ঃপাতলা পায়খানা করবে।

৩ঃস্বাসপ্রস্বাসে ব্যাঘাত ঘটবে।

৪ঃকবুতর দুর্বল হয়ে পরবে।


যেভাবে ছরায়ঃ

১ঃমশা,মাছে বা অন্নান্য পোকামাকড় থেকে।

২ঃমেটিং বা সঙ্গমের সময়।

৩ঃঅপরিস্কার খাবার-পানির মাধ্যমে।


চিকিৎসাঃ

Circo Virus-এর চিকিৎসা একটু কঠিন তাই নিজে চেষ্টা না করে অভিজ্ঞদের বা ডাক্টারের দারস্ত হওয়াই উওম।


কবুতরের ক্যাঙ্কার সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

কবুতরের কৃমি হলে করনীয় সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।