কবুতরের ই-কোলি E-Coli রোগের চিকিৎসা ২০২১।

কবুতরের ই-কোলি E-Coli রোগের চিকিৎসা ২০২১।

 আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের মারাত্বক রোগ E-Coli সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।

E-Coli হলো কবুতরের অভ্যন্তরে বসবাসরত এক ধরনের ব্যাকটেরিয়া।স্বাধারনত এই ব্যাকটেরিয়া কবুতরের শরীরে স্বল্প পরিসরে থাকতে পারে কিন্তু যখন এর পরিমান কবুতরের শরীরে বৃদ্ধি পায় তখিন হয় বিপওি।যেহেতু অনেকেই এই রোগটির সম্পর্কে সঠিক ধারনা রাখেনা তাই তারা এই সমস্যাটি হলে ঘাবরে যায় তারা স্ববাধারনত না বুঝে স্বধারন সবুজ পায়খানার চিকিৎসার বা বমির চিকিৎসা দিয়ে থাকে। তাই ভুল চিকিৎসার কারনে তাদের কবুতর দিনে-দিনে দুর্বল হয়ে পরে আর সঠিক চিকিৎসা না পেলে মারাও যেতে পারে।

লক্ষনঃ

১ঃকবুতর খাবার কম খাবে।

২ঃবাচ্চা হঠাত কোন আলামত বা লক্ষন ছরাই মারা যাবে।

৩ঃবমি করবে।

৪ঃসবুজ বঙের পাতলা পায়খানা করবে।

৫ঃশাষকষ্ট হতে পারে কিছু-কিছু সময়ে।

৬ঃচুপচাপ খাচা বা লফ্টের এক কিনারে বসে থাকব।

৭ঃকবুতর তার চন্চলতা হারাবে এবং দুর্বল হয়ে পরবে। 

৮ঃডিম জমবে না।

৯ঃশরীর ফুলে যেতে পারে।

১০ঃকবুতর ঝিমাবে।

১১ঃপয়খানা দুর্গন্ধযুক্ত থাকবে।

কিভাবে ছরায়ঃ

১ঃআকরান্ত কবুতর থেকে।

২ঃব্যাকটেরিয়ার সংস্পর্শে আসা ধুলোবালি থেকে।

৩ঃভিটামিন(A)এর অভাবে।

প্রতিরোধঃ

১ঃখাবার এবং পানি পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে পরিবেশন করতে হবে।

২ঃপ্রোবায়োটিক ব্যাবহার করতে হবে।


চিকিৎসাঃ

TYLODOXI PLUS,KOSUMIX PLUS,USB 30%

এই তিনটি ঔষধের প্রতিটি থেকে ১ গ্রাম করে নিয়ে ১ লিটার পানিতে মিশিয়ে সকাল এবং বিকেলে বা রাএে এই দুই বেলা কবুতরপ্রতি ১ এম.এল. করে ঔষধর পানি খাইয়ে দিতে হবে।(অবশ্যই ভরা পেটে)। 

সতর্কতাঃ 

ঔষধ মিশ্রিত পানি রোদে রাখা যাবে না 

ঔষধ মিশ্রিত পানি ৬ ঘন্টর বেশি রাখা যাবে না।

PIGEON POX

E-COLI WIKIPEDIA PAGE


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU*****************

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।

Bombay || বোম্বে কবুতরের দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা তথ্য।