কবুতরের POX এর চিকিৎসা ২০২১।

 

কবুতরের POX এর চিকিৎসা ২০২১।

আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের POX বা গুটি বসন্ত সম্পপর্কে। তো চলুন শুরু করা যাক

 POX কিঃ

POX হলো কবুতরের বহুল পরিচিতি একটি রোগ যা স্বাধারনত সকল বয়সের কবুতরের ই হয়ে থাকে তবে বাচ্চা কবুতরের এই সমস্যাটি বেশি হয়ে থাকে।স্ছোবলৃপ বয়স্টক বাচ্চা মারা যাওয়ার একটি অন্যতম প্রধান কারন হচ্ছে POX।ছোট বড় সকল কবুতর পালক-ই এই সমস্যার সম্মুখিন হয়ে থাকেন কেউ কম আর কেউ হয়তবা বেশি।এটি মুলত মশা বাহিত একটি রোগ স্বাধারনত মশার কামরেই এই সমস্যাটি হয়ে থাকে।এটি কবুতরের শরীরের যেকোনো অংশে-ই হতে পারে।স্বাধারনত ঘৃষ্ম কালে এটি বেশি হয়ে থাকে।

প্রতিরোধে করনীয়ঃ

১ঃকবুতরের খামার বা লফ্টে কোন ভাবেই যেন মশা এবং অন্নান্য পোকামাকর প্রবেশ না করতে পারে।

২ঃখামার বা লফ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। 

৩ঃভ্যাকসিন করতে হবে।

৪ঃখামার বা লফ্টের আশেপাশে যদি কোন মশার অভয়াশ্রমে থাকে তাহলে তা ধ্বংশ করতে হবে।

চিকিৎসাঃ

আমি এখানে বেশ কয়েকটি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো এর মধ্য থেকে যেকোনো একটি পদ্ধতি অবুসরন করলেই আপনার কবুতরকে সুস্থ করতে পারবেন ইনশাআল্লাহ্।

চিকিৎসা পদ্ধতি ১ঃ

পটাশ এবং চুনের ব্যাবহারঃ

পটাশ এবং চুন (খাবার চুন) একশাথে ভালোভাবে মিশিয়ে আকরান্ত স্থানের উপরেরর আবরন তুলে নিয়ে লাগিয়ে দিতে হবে প্রতিদিন একবার করে সুস্থ হওয়ার আগ পর্যন্ত। 

চিকিৎসা পদ্ধতি ২ঃ

হারপিক ব্যাবহারঃ

আক্রান্ত স্থানের উপরের আবরন তুলে নিয়ে প্রতিদিন ১ বার করে সুস্থ হওয়ার আগ পর্যন্ত। 

সাবধানতাঃ

হারপিক,চুন,পটাশ এগুলো যেন কোন ভাবেই কবুতরের চোখে না লাগে অন্যথায় কবুতর অন্ধ হয়ে যেতে পারে।


চিকিৎসা পদ্ধতি ৩ঃ

রিবোফ্লাভিন, রিভোসন বা রিবোমিন (এগুলো মানুষের ঔষধ)সকালে ১ টা এবং বিকেলে বা রাএে ১ টা করে দিনে মোট ২ টা খাওয়াতে হবে সুস্থ হওয়ার আগ পর্যন্ত। 


POX এর আরো অনেক চিকিৎসা পদ্ধতি রয়েছে। রোগের গভীরতা অনুযায়ী চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করতে হবে। 


GET HEALTHY BABY FROM PIGEON

PIGEON POX-WIKIPEDIA


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU*****************


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।