কবুতরের যত্নে গোল মরিচ এর উপকারিতা ব্যাবহার এবং সাবধানতা ২০২১।

কবুতরের যত্নে গোল মরিচ এর উপকারিতা ব্যাবহার এবং সাবধানতা ২০২১।



আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো কবুতরের যত্নে গোল মরিচ-এর উপকারীতা সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


 উপকারীতাঃ

ঠান্ডা সর্দি  কাশি থেকে মুক্তি দেয়ঃ
ঠান্ডা বা সর্দি কাশি হলো কবুতরের প্রায় সকল রোগের মূল।এখান থেকেই প্রায় সকল রোগের শুরুটা হয় এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করলে সেটা বড় কোন রোগে পরিবর্তীত হয়ে যায়।

হজমে সহায়তা করেঃ
বদহজম হলো কবুতরের মারাত্বক রোগ গুলোর মধ্যে অন্যতম এটি হয় মূলত
ময়লা এবং ধুলোবালি যুক্ত খাবার-পানি খাওয়া বা পান করার মাধ্যমে,ছএাক বা ফাঙ্গাস যুক্ত খাবার খেলে ইত্যাদি কারনে এটি হয়ে থাকে।
এটি হলে হজমে সমস্যা হয়,পেটে গ্যাস জমা হয়,পেট ফেপে থাকে,বমি হয় ইত্যাদি সমস্যা দেখা দেয়।
গোল মরিচের ব্যাবহার করলে এই সমস্যা থেকে আপনার কবুতর কে সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ্।

ওজম কমাতে সাহায্য করেঃ
যারা নিয়মিত কবুতর উরায় তারা সবসময় চেষ্টা করে তাদের কবুতরগুলোকে হালকা এবং ফিট রাখার কারন অতিরিক্ত ওজম কবুতরের দীর্ঘ সময় উরার ক্ষমতা কমিয়ে দেয়।

ধানের পাশাপাশি গোল মরিচ ও ব্যাবহার করা যেতে পারে কবুতরের ওজন কমাতে।

রুচি বৃদ্ধি করেঃ
প্রায় সকল রোগের বেলায়-ই খাবারে অনিহা ব্যাপারটা লক্ষণীয় এটা একটা কমন বিষয় প্রায় সকল রোগের ক্ষেএেই এটা দোখা যায়। 
গোল মরিচের সঠিক ব্যাবহার করলে কবুতরের খাবারের রুচি বৃদ্ধি পাবে এবং হজমে সহায়তা করে।

সৌন্দর্য বৃদ্ধি করেঃ
সৌন্দর্য উপভোগ করা হচ্ছে কবুতর পালন করার অন্যতম প্রধান উদ্দেশ্য।

গোল মরিচের ব্যাবহার কবুতরের শরীরিক সৌন্দর্য বমদ্ধি করে।

ব্যাবহার এবং পরিমানঃ
১০ টা গোল মরিচ ৫-১০ ঘন্টা বা এর থেকে বেশি সময় ধরে পানিতে ভিজিয়ে রেখে ঐ পানি পরিবেশন করতে হবেনা।

বিজ্ঞপ্তিঃ

অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।


ভুল এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 

ফোস্টার কবুতর সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে পাথরকুচি পাতার উপকারীতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের ম্যালেরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের টাল রোগ সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 


কবুতরের যত্নে কালোজিরার উপকারীতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন


কবুতরের যত্নে পেয়ারা পাতার উপকারীতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে ধনেপাতার উপকারীতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে সজনে পাতার উপকারীতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে তুলসি পাতার  উপকারীতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে দারুচিনির উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করন 


কবুতরের যত্নে এ্যালোভেরার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে নিম পাতার উপকারীতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে রসুনের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে লেবুর ব্যাবহার সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে কাচা-হলুদের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে জিরা বা জিরাপানির উপকারীতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের যত্নে থনকুনি পাতার উপকারীতা সম্পর্কে বিস্তারিত জানতে 

ক্লিক করুন 


কবুতরের কৃমি সম্পর্কে বিস্তারিত জানতে

 ক্লিক করুন 

You tube


তথ্য সংগ্রহঃউইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।


সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।