লাহরী বা সিরাজি কবুতর এর ছবি দাম উতপওি বিবরন এবং বিভিন্ন অজানা তথ্য ২০২১।

লাহরী বা সিরাজি কবুতর এর ছবি দাম উতপওি বিবরন এবং বিভিন্ন অজানা তথ্য ২০২১।
Picture Credit Goes To:www.Shutterstock.com



আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো লাহরী বা সিরাজি কবুতর সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


 জাতের নামঃলাহরী/সিরাজি


জাতের ধরনঃফেন্সি/Fancy

উতপওি স্থানঃলাহোর (পাকিস্তান)



লাহোরী বা সিরাজি হলো ফেন্সি ধরনের কবুতর।

এটি মূলত বিখ্যাত এর রং আকার এবং বিনম্র আচরনের জন্য। 

১৮৮০ এর সময় এটি পাকিস্তান থেকে জার্মনিতে আনা হয় এবং সেখানে এই জাতটাকে উন্নত করা হয় পরবর্তীতে ১৯৬০ সালের দিকে এটি সারা বিশ্বের কবুতর প্রেমিদোর কাছে পছন্দনীয় হিসেবে গন্য হয়।


অন্নান্য বিভিন্ন দোশের পাশাপাশি বাংলাদেশেও এর দরদ রয়েছে অনেক।বেসিরভাগ ফেন্সি কবুতর পালকের কবুতর পালনার শুরুটাই হয়ে থাকে এই কবুতর দিয়ে কারন এই জাতের কবুতর সারাদেশে-ই পাওয়া যায় এবং রোগ-বালাই তেমন হয়না এবং দাম ও নাগালের মধ্যে।কিছু-কিছু দেশে প্রতি বছর এই কবুতরের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এখানে এদের রং আকার,মুজা এবং আরো অন্নান্য দিক বিবেচনা করে বিজয়ী নির্বাচন করা হয়।

বাংলাদেশে কেন সিরাজি বলা হয়ঃ

এই জাতের কবুতর বাংলার শেষ নবাব নবাব সিরাজুদ্দৌলার খুবই পছন্দনীয় ছিলো তাই তিনি তার প্রাসাদে অনেকগুলো লাহরী কবুতর পালন করতেন। মানুষ তখন এই কবুতরের জাতের নাম জানতো না তাই তারা যেহেতু নবাব সিরাজুদ্দৌলার প্রাসাদে এই জাতের কবুতরের দেখা পেত এখান থেকে তারা নিজেরাই নবাবের নামের সাৎে মিল রেখে জাতকে সিরাজি বলে সমর্থন করেন। এখান থেকেই মূলত বাংলাদেশে এই জাতের কবুতরকে অনেকেই (সিরাজি) জাত বলে সমর্থন করে থাকে।



কালার বা রংঃ

কালো,লাল,সিলভার,ব্লু বার,ব্লু বারলেস,গ্রে বার,গ্রে বারলেস
ইত্যাদি।


























পালন পদ্ধতিঃ
এদেরকে ছেরে পালন করাটা তেমন নিরাপদ নয় কারন এরা যেহেতু ফেন্সি কবুতর এবং আকারে অনেক বড় তাই এরা অন্নান্য সকল কবুতরের মতো উরতে পারেনা ফলে খুব সহযেই কুকুর-বিড়ালের শিকার হয়ে যেতে পারে।
তাই এদেরকে খাচায় বন্দি করে পালন করাই উওম।


প্রজননঃ
এদের প্রজনন অন্নান্য সাধারন কবুতরের মতো না এরা মুলত অন্নান্য কবুতরের থেকে কম ডিম-বাচ্চা করে  এবং এরা ডিমে তা দেয়া এবং বাচ্চা পালনে তেমন পারাদর্শী হয় না।তাই এদের ডিম অন্য কবুতর দিয়প ফিটানো হয় এবং বাচ্চাও তারাই পালন করে।

এদেরকে ফোস্টার বলা হয়।


দামঃ

লাহরী কবুতরের দাম নির্ভর করে এর কালার,গঠন,মুজার সাইজ,আকার ইত্যাদি বিবেচনা করে।

তবে আনুমানিক ৫০,০০০ থেকে ৩,০০,০০০ টাকা পরযন্ত হয়ে থাকে।



ভুল এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।




তথ্য সংগ্রহঃ
উইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।

লেখকঃঈদী আমিন আবিদ (এডমিন)।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।