শো কিং || Show King কবুতর এর ছবি দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা দিক ২০২১।
![]() |
Picture Credit:Shutterstock.Com |
আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো
শো কিং কবুতর সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।
জাতের নামঃশো কিং
বৈজ্ঞানীক নামঃColumba livia domestica
জাতের ধরনঃফেন্সি/Fancy
উতপওি স্থানঃআমেরিকা
বিভিন্ন দিকঃ
শো কিং হলো এক ধরনের ফেন্সি কবুতর।
জনপৃয়তার কারনঃ
এদের গরন যা অনেকটা গোল বা বলের মতো,এদের রাজকীয় আচরন বা গুরাফেরা,এদের দারানোর ধরন,প্রদরশনীতে ব্যাবহার হয়।
শত-শত জাতের মধ্যে কিং অন্যতম বহুকাল পূর্ব এ্যামেরিকায় এদেরকে জিনেটিক ইন্জিনিয়ারিং এর মাধ্যমে উন্নত করা হয়।
কি কারনে কোন জাত ব্যাবহার করা হয়েছিলোঃ
হোমাঃ
হোমা কবুতর ব্যাবহার করা হয়েছিলো কিং কবুতরের মধ্যে চতুরতা বা চন্চলতার সন্চার করার জন্য।কিন্তু হোমা বংশের ঠিক কোন জাতটিকে ব্যাবহার করা হয়েছিলো তা জানা যায়নি।
ডাচেসঃ
নতুন জাতের মধ্যে আনুগত্যের সন্চার করতে এই জাতটিকে ব্যাবহার করা হয়েছিলো।
রেন্টঃ
সঠিক শরীর গঠন করার জন্য এই জাতের কবিতর ব্যাবহার করা হয়েছিলো।
মাল্টেজঃ
দানবিয় আকার এবং সংবেদনশীলতার সন্চার করার জন্য এই জাতটিকে ব্যাবহার করা হয়েছিলো।
স্বাধারন কিং কবুতরকে শো কিং কবুতরে রুপান্তরের মূল কারন হচ্ছেঃ
এদেরকে দিয়ে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেয়া
এই জাতগুলোর দ্বারাই মূলত কিং জাতের উতপওি।এদেরকে গঠন করা হয়েছিলো মাংশ উতপাদনের জন্য কিন্তু অতপর এই জাতটি সারা বিশ্বের কবুতর প্রেমিদের কাছে জনপ্রিয়তা পাওয়ার কারনে এই জাতটিকে আরো উন্নত করা হয় এবং এর উন্নত জাতকেই মূলত শো কিং বলা হয়।
ব্যাবহারঃ
স্বাধারন কিং কবুতরের জাত উন্নত করে শো কিং এ রুপান্তর করার মূল কারন হচ্ছে এদের দ্বারা সৌন্দর্য প্রতিযোগিতা করা।
প্রতিবছর Show King জাতের কবুতরের Excibition অনুষ্ঠিত হয়।সেখানে অভিজ্ঞ বিচারকেরা তাদের তিক্ষণ নজর দ্বারা ১ম,২য় এবং তৃতীয় স্থান নির্বাচন করেন এবং ঐ কবুতরের ফেন্সিয়ারদের পুরস্কৃত করা হয়।
শো কিং এবং স্বাধারন কিং কবুতরের মধ্যে কিছু পারথক্যঃ
লেজঃ
কিংঃ
এদের লেজ বড় হয় এবং সরাসরি পেছনের দিকে থাকে।
শো কিংঃ
এদের লেজ স্বাধারন কিং এর থেকে অনেক ছোট হয় এবং উপরের দিকে বাকানো থাকে।
সাইজঃ
কিংঃ
কিং কবুতর স্বাধারনত অনেক বড় আকারের হয়ে থাকে এবং এদের গলা লম্বা হয়।
শো কিংঃ
স্বাধারন কিং এর থেকে তুলনামুলক আকারে ছোট হয়ে থাকে শো কিং এবং এদের গলা হয় ছোট এবং পিছনে বাকানো অনেকটা গলাকসা কবুতরের মতো কিন্তু এরা গলাকশা কবুতরের মতো গলা নারায় না।
দারানোর ধরনঃ
কিংঃ
এদের দারানোর ধরন হয় টানটান কিন্তু কোনো কোনো সময় এদের হাটু বাকা করতে দেখা যায়।
শো কিংঃ
এরা স্বাধারনত হাটু বাকা করেনা সবসময় টানটান থাকে।মাথা এবং লেজ কাছাকাছি থাকে।
অন্নান্যঃ
কিংঃ
এদের দিয়ে কোনো ধরনের প্রতিযোগিতা করানো হয়না।
শো কিংঃ
পৃথিবীর বিভিন্ন দেশে প্রতি বছর এদের সৌন্দর্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কালারঃ
কালে,সাদা,লাল,হলুদ,এ্যালমন্ড,ব্লু বার,রেড বার,গ্রিজেল,টাইগার
ইত্যাদি।
দামঃ
শে কিং কবুতরের দাম নির্ভর করে এর গঠন,কালার এবং কোন ব্রিডারের কাছ থেকে ক্রয় করা হবে তার উপর।
ভুল এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তথ্য সংগ্রহঃ
নিজ অভিজ্ঞতা,উইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।
লেখকঃ
ঈদী আমিন আবিদ (এডমিন)।
প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।
সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।
সবাইকে আসসালামু-আলাইকুম।
*****************THANK YOU****************
মন্তব্যসমূহ