জ্যাকবিন/Jacobin কবুতর এর ছবি দাম উতপওি বিবরন এবং বিভিন্ন অজানা তথ্য ২০২১।

জ্যাকবিন/Jacobin কবুতর এর ছবি দাম

 
আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো জ্যাকবিন/Jacobin কবুতর সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


জাতের নামঃজ্যাকবিন/Jacobin

  বৈজ্ঞানিক নামঃColumba livia

জাতের ধরনঃফেন্সি/Fancy

উতপওি স্থানঃভারত/India


Jacobin হচ্ছে সারা পৃথিবীতে সমানভাবে জনপ্রিয় ফেন্সি কবুতরের একটি জাত।বহু বছর পূর্বে ধারনা করা হয় ১৫০০ শতাব্দিতে ভারতে জিনেটিক ইন্জিনিয়ারিং এর মাধ্যমে এদের উতপওি হয়। পরবর্তীতে রাশিয়া এবং সইপ্রাস ও এদের জাত উন্নয়নে কাজ করেছে। তখন থেকে আজ পরযন্ত সকল কবুতর প্রেমিকদের মাঝে এই জাতের কবুতরের প্রতি অন্যরকম একটা কদর লক্ষ করা যায়।এরা সকল আবহাপয়াতে-ই নিজেদেরকে খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে এবং এদের গড় আয়ু প্রায় (৮ থেকে ১২ বছর)।এদের জাত উন্নয়ন করার পেছনে মূল কারন হচ্ছে এদের দ্বারা প্রদরশনীতে অংশগ্রহণ করা কারন এই জাতের কবুতরের সৌন্দর্য প্রতিযোগিতা বা প্রদরশনী খুবই জনপ্রিয় একটি খেলা। সকল জাতের কবুতরের মতো এরাও Rock Pigeon বা জালালি কবুতরের বংশধর।এদের দিরঘ দেহ এবং সিংহের মতো কেশর বা Hood এর জন্য এরা খুবই পরিচিত।যদিও এদের মতো দেখতে আরো একটা জাতের কবুতর আছে কিন্তু তাদের কেশর এত বড় হয় না।সব মিলিয়ে এরা খুবই দৃষ্টিনন্দন।


সারা পৃথিবীতে সমান জনপ্রিয় জাত Jacobin খুবই সুন্দর এরা এত সুন্দর যে সবচেয়ে সুন্দর ১০ টি কবুতরের তালিকা বানানো হলে Jacobin এর নামটা উপরের দিকেই থাকবে।

এরা পাতলা গড়নের অধীকারি।লম্বায় ১ ফুটের থেকেও বেশি বড় হয়ে থাকে এবং উচ্চতায় ও ১ ফুটের বেশি হয়ে থাকে। 

এদের লেজ লম্বা এবং পিছনের দিকে চলে গিয়েছে।
স্বাভাবিকভাবে দাড়িয়ে থাকলে লেজ মাটিতে লেগে থাকে।

এদের পা গাড়ো খয়েরী রঙের হয় এবং পায়ে কোন পশম বা মুজা থাকেনা।নখ তিখন এবং মাঝারি আকারের হয়।

এদের ঠোট শরু এবং লম্বা হয়ে থাকে ঠিক ফিলব্যাক কবুতরের মতো।

এদের মাথা প্রায় ৫ থেকে ৬ ইন্চি লবা Hood বা কেশর  দ্বারা এমনভাবে ঢাকা থাকে যে এদের মাথা এবং চোখ দেখা মুশকিল হয়ে পরে।

এদের গড় ওজন ৩৫০ থেকে ৩৬৫ গ্রাম পর্যন্ত হতে পারে।

এদের উচ্চতা আনুমানিক ১০ থেকে ১২ ইন্চি এবং লম্বা (মাথা থেকে লেজ পর্যন্ত) প্রায় ১ ফিট বা এর বেশি হতে পারে। 

কালার বা রঙঃসাদা,কালো,সিলভার,হলুদ এ্যালমন্ড।
















পালন পদ্ধতিঃ
Jacobin কবুতর খুবই সৌখিন একটি জাতের কবুতর আর কোনো সৌখিন কবুতর পালক-ই চাইবেনা যে তার শখের কবুতরটি কুকুর-বিড়াল বা অন্য কোন  কিছুর কবলে পরে তার নিষ্পাপ প্রাণ-টা বিসর্জন দিক।কারন এদের বিশা বড় Hood এর কারনে ভালো দখতে এবং উরতে পারেনা।তাই খুব সহজেই এরা অন্য শিকারী প্রাণীর শীকারে পরিনত হতে পারে।আর এমনিতেই ফেন্সি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যসব কবুতরের তুলনায় দুর্বল হয়।কারন বিভিন্ন ধরনের কবুতরের Selective Breeding এর দ্বারা এদের জন্ম হয়। 


তাই এদেরকে মুক্ত করে বা ছেরে পালন করার থেকে খাচায় আবদ্ধ করে পালন করাই উওম কারন এদের রোগ প্রতিরোধ খমতা যেহেতু কম তাই এরা সামান্যতেই অসুস্থ হয়ে পরে খাচায় পালন করলে তারা সবসময় তাদের পালনকর্তার চোখের সামনে থাকে তাই তাদের সমস্যা বুঝে চিকিৎসা দেওয়াটা সহজ হয়।


শুধু Jacobin কবুতর-ই নয় বরং সকল ফেন্সি কবুতর-ই অন্নান্য স্বাধারন কবুতরের তুলনায় কম গতিতে বংশবৃদ্ধি করে এবং এরা ডিমে তা দিতে এবং বাচ্চা পালন করতে তেমন পারাদর্শী হয় না কারন এদের Hood এর কারনে তারা নিজেরাও খাওয়ার সময় অসুবিধায় পরে এবং বাচ্তাচাকে খাওয়ানো তো আরো কষ্টদায়ক কাজ। এদের ডিম ফুটানো এবং বাচ্চা পালন করে বড় করার দাইত্ব দিতে হয় অন্য কবুতরকে ঠিক যেমন মানুষের বাচ্চা দওক দেওয়া হয় যাদের কাছে দওক দেওয়া হয় তাদেরকে বলা হয় ফোস্টার কবুতর।

এবার আশা যাক কাজের কথায় যে এরা বছরে কতবার বংশবৃদ্ধি করেঃ
এর সঠিক উওর হচ্ছে এরা প্রতি ২.৫ মাসে একবার করে বংশবৃদ্ধি করতে সক্ষম এর থেকেও বেশি করে কিছু-কিছু সময়ে কিন্তু এটা সকল ব্রিডার করতে পারেনা।

অভিজ্ঞের থেকে যেনে নেওয়া ভালো


এদের দাম নিরধারন করা হয় এদের সাইজ,Hood এর সাইজ,কালার এবং গুনগত মান ইত্যাদির উপর ভিওি করে।
তাই স্পষ্ট করে এদের দাম বলতে পারাটা দুর্বিষহ বেপার। 


বাচ্চাঃ৮ থেকে ১২ হাজার টাকা
বড়/এডাল্টঃ২০ থেকে ৫০ হাজার টাকা


ভুল এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


তথ্য সংগ্রহঃ
নিজ অভিজ্ঞতা,উইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।

লেখকঃ
ঈদী আমিন আবিদ (এডমিন)।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************












মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।