Old Dutch Capuchine || ওল্ড ডাচ ক্যাপুচিন কবুতর এর ছবি দাম উতপওি বিবরন এবং বিভিন্ন অজানা তথ্য ২০২১।

Old Dutch Capuchine || ওল্ড ডাচ ক্যাপুচিন কবুতর এর ছবি দাম

 
আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি 
আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো Duch Capuchine || ডাচ ক্যাপুচিন কবুতর সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।



জাতের নামঃDutch Capuchine || ডাচ ক্যাপুচিন

বৈজ্ঞানিক নামঃColumba livia

জাতের ধরনঃফেন্সি/Fancy

উতপওি স্থানঃনেদারল্যান্ডস/Netherlands


Dutch Capuchine সারা পৃথিবীতে-ই খুবই জনপ্রিয় একটি ফন্সি কবুতরের জাত।ধারনা করা হয় বহুকাল পূর্বে নেদারল্যান্ডস-এ জিনেটিক ইন্জিনিয়ারিং এর মাধ্যমে এই জাতটি তৈরি করা হয়।জাতটি ১৯৬০ সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা হয়। বর্তমানে এটি এর আদিনিবাস এবং বেশকিছু অন্চলে পাওয়া যায়  আমাদের দেশ তথা বাংলাদেশেও এই জাতের কবুতর পাওয়া যায় এবং বাংলাদেশে এই জাতের কবুতর খুবই জনপ্রিয়। তবে এই জাতের কবুতর খুবই বিড়ল বলে জানা জায়।সকল ধরনের আবহাওয়াতেই এরা বেচে থাকতে পারে।এদের গড় আয়ু আনুমানিক (৮ থেকে ১২ বছর)অন্নান্য সকল জাতের কবুতরের মতো এরাও Rock Pigeon বা জালালি কবুতরের বংশধর।


জনপ্রিয়তার কারনঃ
এদের জনপ্রিয়তার কারন হচ্ছে এদের আবেদনময়ী সভাব এবং শিংহের মতো কেশর বা Hood।


জাত উন্নয়ন করার কারনঃ

এদের জাত উন্নয়নের মূখ্য কারন হচ্ছে এদের Exhibition করানো পৃথিবীর বিভিন্ন দেশ এদের Exhibition এর আয়োজন করে থাকে।এখানে বিভিন্ন ব্রিডার তাদের কবুতর নিয়ে আসে অতপর বিচারক সকল কবুতরগুলোকে ভালোভাবে বিবেচনা করার পরে ১ম,২য়,৩য় নির্বচন
 করেন এবং তাদেরকে পুরষ্কিত করেন।


দৈহিক বর্ননাঃ

চোখঃএদের চোখ মুক্তো সাদা রঙের হয়ে থাকে।

ঠোটঃএদের ঠেট মোটা এবং মাঝারি আকারের  হয়ে থাকে।

গলাঃOld Duch Capuchine কবুতরের গলা মাঝারী আকারের হয় এবং এদের গলায় জ্যাকবিনের মতো Hood থাকে তবে এদের Hood জ্যাকবিনের Hood এর মতো ততোটা বড় হয়না।

লেজ এবং পাখাঃশরীরের আনুপাতিক দৈর্ঘ্যের তুলনায় লেজটি সরু এবং ভালভাবে বন্ধ এবং ছোট।এদের পাখা খুলা অবস্থায় প্রায় ১২ থেকে ১৪ ইন্চি পর্যন্ত হতে পারে এবং লেজ পাখার তুলনায় একটু বড় হয়ে থাকে।

পাঃএদের পা মাঝারী আকারের হয় এবং Light Red 
রঙের হয়ে থাকে এবং পায়ে কোন রকমের পালক বা মুজা থাকেনা।

লম্বা এবং উচ্চতাঃ পা থেকে মাথা পর্যন্ত উচ্চতা প্রায় ১১ ইন্চি পর্যন্ত হতে পারে। এবং মাথা থেকে লেজ পর্যন্ত প্রায় ১ ফিট বা তার থেকে কিছু বেশি হতে পারে।

এদের গড় ওজন আনুমানিকঃ৪৫০ গ্রাম।


Colour বা রঙঃ
Black,Red,Yellow,Blue With Black Bar,silver with dark dun bars,mealies with red bars,white self,cream with yellow bars.






















অন্নান্য বিজ্ঞপ্তিঃOld Duch Capuchine কবুতর খুবই পুরাতন সুন্দর এবং অসাধারন গুণসম্পন্ন কবুতর।



পালন পদ্ধতিঃ
Old Duch Capuchine কবুতর খুবই সৌখিন একটি জাতের কবুতর আর কোনো সৌখিন কবুতর পালক-ই চাইবেনা যে তার শখের কবুতরটি কুকুর-বিড়াল বা অন্য কোন  কিছুর কবলে পরে তার নিষ্পাপ প্রাণ-টা বিসর্জন দিক। প্রায় সকল ধরনেেে ফেন্সি কবুতরই ভালোভাবে উরতে পারেনা।তাই খুব সহজেই এরা অন্য শিকারী প্রাণীর শীকারে পরিনত হতে পারে।আর এমনিতেই ফেন্সি কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যসব কবুতরের তুলনায় দুর্বল হয়।কারন বিভিন্ন ধরনের কবুতরের Selective Breeding এর দ্বারা এদের জন্ম হয়। 


তাই এদেরকে মুক্ত করে বা ছেরে পালন করার থেকে খাচায় আবদ্ধ করে পালন করাই উওম কারন এদের রোগ প্রতিরোধ খমতা যেহেতু কম তাই এরা সামান্যতেই অসুস্থ হয়ে পরে খাচায় পালন করলে তারা সবসময় তাদের পালনকর্তার চোখের সামনে থাকে তাই তাদের সমস্যা বুঝে চিকিৎসা দেওয়াটা সহজ হয়।

তাই আমি বলবো এদেরকে খাচায় পালন করুন এবং নিয়মিত সুষম খাদ্য দিন এবং নিশ্চিত থাকুন😇।



শুধু Old Duch Capuchine কবুতর-ই নয় বরং সকল ফেন্সি কবুতর-ই অন্নান্য স্বাধারন কবুতরের তুলনায় কম গতিতে বংশবৃদ্ধি করে এবং এরা ডিমে তা দিতে এবং বাচ্চা পালন করতে তেমন পারাদর্শী হয় না। এদের ডিম ফুটানো এবং বাচ্চা পালন করে বড় করার দাইত্ব দিতে হয় অন্য কবুতরকে ঠিক যেমন মানুষের বাচ্চা দওক দেওয়া হয় যাদের কাছে দওক দেওয়া হয় তাদেরকে বলা হয় ফোস্টার কবুতর।

এবার আশা যাক কাজের কথায় যে এরা বছরে কতবার বংশবৃদ্ধি করেঃ
এর সঠিক উওর হচ্ছে এরা প্রতি ২.৫ মাসে একবার করে বংশবৃদ্ধি করতে সক্ষম এর থেকেও বেশি করে কিছু-কিছু সময়ে কিন্তু এটা সকল ব্রিডার করতে পারেনা।

অভিজ্ঞের থেকে যেনে নেওয়া ভালো

ভুল এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


তথ্য সংগ্রহঃ
নিজ অভিজ্ঞতা,উইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।

লেখকঃ
ঈদী আমিন আবিদ (এডমিন)।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************












মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।