ফেন্টেইল/Fantail বা লক্ষা কবুতরের দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা দিক ২০২১।

ফেন্টেইল/Fantail বা লক্ষা কবুতরের দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা দিক ২০২১।




আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো 
ফেন্টেইল কবুতর সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


 জাতের নামঃফেন্টেইল/লক্ষা

বৈজ্ঞানিক নামঃColumba livia domestica

জাতের ধরনঃফেন্সি/Fancy

উওপওি স্থানঃস্পেন,পাকিস্তান,ভারত,চিন


লক্ষা বা ফেন্টেইল হচ্ছে ফেন্সি বংশের কবুতর এই জাতের অনেক ধরনের কবুতর পাওয়া যায় বাংলাদেশেও অনেক ধরনের ফেন্টেইল পাওয়া যায়।

যেমনঃ

ইংলিশ ফেন্টেইল,থাই ফ্যান্টেইল,ইন্ডিয়ান ফেন্টেইল


ইংলিশ ফ্যান্টেইলঃ



ইংলিশ ফ্যদন্টেইল হলো অত্যাধুনিক ফ্যান্টেইল জাতের কবুতর  এদের উতপওি ভারতে এবং এই জাতকে উন্নত করা হয়েছে ইংল্যান্ডেে।অন্নান্য সকল কবুতরের মতো এরাও (Rock Pigeon) বা জালালি কবুতরের বংশধর।

এদের লেজের পালকঃ৩০ থেকে ৪০ টা পর্যন্ত হতে পারে।

এদের মাথায় ঝুটি এবং পায়ে মুজা থাকে না।

এদের ছদ্দনাম হচ্ছেঃGarden Fantail


ইন্ডিয়ান ফেন্টেইলঃ



এদের উতপওি ভারতেই তবে কিছু কিছু অারটিক্যাল অনিযায়ী এদের উতপওি স্এপেনে এবং পরবর্তীতে ভারতে আমদানি করা হয়েছিলো। অতপর ইন্য়াডির বিভিন্ন জাত উন্নয়নকারী সংস্থার সাহায্যে উন্নত হয়েছে।এরা ইংলিশ ফ্যান্টেইল এর থেকে আকারে অনেক বেশি বড় হয়ে থাকে এরং পায়ে মুজা এবং মাথায় ঝুটি থাকে। অন্নান্য কবুতরের মতোই এরাও Rock Pigeon বা জালালি কবুতরের বংশধর।

এদের গড় উচ্চতা ১১ ইন্চি এবং গড় ওজন ৩৬৯ গ্রাম হয়ে থাকে।


থাই ফ্যান্টেইলঃ

এদের আদিনিবাস ভারতে কিন্থাতু এই জাতটাকে উন্নত বা বিকষিত করা হয়েছে থাইল্যান্ডে একারনেই ইন্ডিয়ান ফ্যান্টেইল এবং থাই ফ্যান্টেইল এর মধ্যে কিছুটা সাদৃশ্যতা লক্ষ করা যায়।

এদের গড় ওজন ৪৩১-৪৩৫ গ্রাম হয়ে থাকে।

স্বাধারনত এদের লেজর পালক হয় ৩০-৪০ টি।

এরা আকারে ইংলিশ ফ্যান্টেইল থেকে বড় হয়।

এদের লেজ পাখা আকৃতির হওয়ার কারনে এদেরকে ফেন্টেইল বলা হয় আমাদের দেশে অনেকেই এদেরকে লক্ষা,ময়ূর পংখী বা ময়ূরী নামেও ডাকে।


১১৫০ সালে এটি  প্রথম স্পেন থেকে ইন্ডিয়াতে আমদানি করা হয় এবং ১৫৬০ সালে এর জাত উন্নয়নের কাজ শুরু করে ইন্ডিয়ার বিজ্ঞানীরা।

ইন্ডিয়ার পরবর্তীতে ইংল্যান্ড এবং থাইল্যান্ড ও এই জাত উন্নয়ণ করেছে।


এদেরকে পছন্দ করার কারনঃ

এদের নম্র ভদ্র সভাব,আদার পৃয়তা,এবং তাদের ময়ূরের মতো ছড়ানো লেজ।

ইত্যাদি।


গঠনগত বর্ননাঃ

লেজঃ

এদের লেজের পালক ৩০ থেকে ৪২ টি হতে পারে।এবং লেজের পালকের দৈর্ঘ্য হতে পারে ৬ থেকে ১০ ইন্চি পর্যন্ত।


গলাঃ

এদের গলা হয়ে থাকে অনেকটা বাকা এবং স্বাধারন গলাকষা কবুতরের মতো।


পাঃ

এদের পায়ে থাকে বড়-বড় পালক বা মুজা এদের মুজা ৩ থেকে ৬ ইন্চি পর্যন্ত হতে পারে।


ঝুটি এবং মুজাঃ

কিছু-কিছু জাতের মাথায় ঝুটি এবং পায়ে মুজা থাকে আবার কিছু-কিছু জাতের মাথায় ঝুটি বা পায়ে মুজা থাকে না।


পালন পদ্ধতিঃ

ফেন্টেইল ফেন্সি বংশতালিকার একটি জাত ফেন্সি বংশের অধিকাংশ কবুতর-ই উরতে পারেনা বা কম উরে লক্ষাও এর ব্যাতিকরম নয় যেহেতু এদের লেজ ছড়ানো থাকে তাই এরা বেশি উরতে পারেনা।তাই এরা খুব সহজেই কুকুর-বিড়াল এর উপযুক্ত শিকার পরিনত হতে পারে তাই এদেরকে ছেরে না রেখে খাচায় আটকে রেখে পালন করাটাই ভালো।

এবং সুষম খাদ্য সরবরাহ করা আবশ্যক অন্যথায় বশানরূপ ফলাফল পাওয়া অসম্ভব।

আর এমনিতেও ফেন্সি কবুতর খুবই সংবেদনশীল হয়ে থাকে এদের রোগ প্রতিরোধ খমতা কম থাকে খাচায় থাকলে তাদের অসুবিধাগুলো সহজে বুঝা যায় এবং চিকিৎসা করা যায় যা ছেরে পালন করলে তেমন সহজে করা যায় না।


বংশবৃদ্ধিঃ

শুধু ফেন্টেইল-ই নয় যেকোনো ফেন্সি কবুতর-ই অন্নান্য কবুতরের তুলনায় কম গতিতে বংশবৃদ্ধি করে।এরা ডিমে তা দেয়া আর বাচ্চা বড় করাতেও তেমন পারাদর্শী হয় না। এরা কখনো ডিম ভেঙে ফেলে আবার কখনো না খাইয়ে বাচ্চা মেরে ফেলে এমনকি এদেরকে দিয়ে বাচ্চা বড় করালে এরা অসুস্থ-ও হয়ে পরতে পারে কারন এরা খুবই শংবেদনশীল হয় অন্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পরে এবং ছোট খাট রোগের দ্বারাই মারাত্বক অসুস্থ হয়ে পরে। তাই এদের ডিম ফোস্টারিং এর মাধ্যনে ফুটানো হয় এবং বাচ্চাও ফোস্টার কবুতর-ই পালন করে এবং বড় করে।

প্রতি ২ থেকে ৩ মাস পর-পর এক জোরা বাচ্চা পাওয়া যায় এটা  নির্ভর করে পালন পদ্ধতি এবং আপনি কতটা যত্নের সাথে তাদেরকে পালন করছেন তার উপর।


কালার বা রংঃ

কালো,সাদা,এ্যালমন্ড,হলুদ,লাল ইত্যাদি।

Shutterstock.com



Shutterstock.com



Shutterstock.com



Shutterstock.com

Shutterstock.com



Shutterstock.com



Shutterstock.com



Shutterstock.com



Shutterstock.com



Shutterstock.com


পালন পদ্ধতিঃ
ফ্যান্টেইল হলো ফেন্সি কবুতরের একটি জাত 
স্বাধারনত ফেন্সি জাতের কোন কবুতর-ই ভালোভাবে উরতে পারেনা ফ্যান্টেইল ও এর ব্যাতিকরম নয়।এদের ময়ূরের মতো ছড়ানো লেজের কারনে এরা ভালোভাবে উরতে পারেনা কারন তাদের লেজ তাদেরকে উরতে বাধা দেয় তাই এরা খুব সহযেই কুকুর-বিড়ালের সহজ শিকারে পরিনত হয়।তাই এদেরকে ছেরে বা অবমুক্ত করে না পালন করে খাচায় আটকে রেখে পালন করাটাই ভালো। তাছারা ফেন্সি কবুতরের রোগ প্রতিরোধ খমতা অন্নান্য কবুতরের তুলনায় দুর্বল হয়।
এরা খুব স্বাধারন রোগ-বালাই হলেই কাবু হয়ে যায়।
তাই যখন কেউ খাচায় এদেরকে পালন করে তখন সবসময় এদেরকে নজরে রাখা সম্ভব হয় তাই কোন সমস্যা নজড়ে আসা মাএই চিকিৎসা দেওয়া যায় অন্যথায় ছেড়ে পালন করলে এটা সম্ভব হয় না।তাই আমি বলবো এদেরকে খাচায় আটকে রেখে পালন করুন এবং নিয়মিত সুষম খাদ্য সরবরাহ করুন এতে আপনার কবুতর এবং আপনি উভয়-ই ভালো থাকবেন।

বংশবৃদ্ধিঃ

শুধু Fantail কবুতর-ই নয় বরং সকল ফেন্সি কবুতর-ই অন্নান্য স্বাধারন কবুতরের তুলনায় কম গতিতে বংশবৃদ্ধি করে এবং এরা ডিমে তা দিতে এবং বাচ্চা পালন করতে তেমন পারাদর্শী হয় না।তাই এদের ডিম ফুটানো এবং বাচ্চা পালন করে বড় করার দাইত্ব দিতে হয় অন্য কবুতরকে ঠিক যেমন মানুষের বাচ্চা দওক দেওয়া হয় যাদের কাছে দওক দেওয়া হয় তাদেরকে বলা হয় ফোস্টার কবুতর।

এবার আশা যাক কাজের কথায় যে এরা বছরে কতবার বংশবৃদ্ধি করেঃ
এর সঠিক উওর হচ্ছে এরা প্রতি ২-২.৫ মাসে একবার করে বংশবৃদ্ধি করতে সক্ষম এর থেকেও বেশি করে কিছু-কিছু সময়ে কিন্তু এটা সকল ব্রিডার করতে পারেনা।


দামঃ
এদের দাম নির্ভর করে এর সাইজ,কালার,ঝুটি,পায়ের মুজা,কোন ব্রিডারের কাছ থেকে কিনবেন তার উপর

কারন সকল ব্রিডার কবুতরের সঠিক পরিচর্যা করেনা আর জারা সঠিক পরিচর্যা করে তাদের কবুতরের চাহিদা এবং দাম উভয়-ই বেশি হয়।আশা করি বুঝাতে পেরেছি।



ভুল এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


তথ্য সংগ্রহঃ
নিজ অভিজ্ঞতা,উইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।

লেখকঃ
ঈদী আমিন আবিদ (এডমিন)।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************





  

  










  

   












মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।