Danzing Highflyer || ডানজিগ হাইফ্লায়ার কবুতরের দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা তথ্য।

Danzing Highflyer || ডানজিগ হাইফ্লায়ার কবুতরের দাম
Picture:Collected



আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি 
আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো Danzing Highflyer কবুতর সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।


জাতের নামঃDanzing Highflyer  

জাতের ধরনঃHighflyer/Excibition

বৈজ্ঞানিক নামঃColumba livia

উতপওি স্থানঃPoland



 Dabzing Highflyer কবুতর খুবই সুপরিচিত এবং দষ্টিনন্দন Highflyer কবুতরের একটি জাত।১৮০৭ সালে Poland এর শহর Danzing বর্তমান Gdansk'এ প্রথম দেখা গিয়েছিলো এবং পরবর্তীতে Genatic Engendering এর মাধ্যমে এদের জাত উন্নয়ন করা হয়েছে।
এদের নামকরন মূলত হয়েছে এদের উতপওি স্থান Danzing এর নাম অনুসারে। এদের যত্ন নিতে পারলে সকাল-সন্ধ্যা উরতে পারে এবং এরা অনেক উচুতে উরে।
এখন Poland সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই জাতের কবুতর পাওয়া যায়,বাংলাদেশেও এই জাতের কবুতরের কদর রয়েছে।এরা খুবই নম্র সভাবের অধিকারী।সকল জাতের কবুতরের মতো এরাও Rock Pigeon বা জালালি কবুতরের বংশধর।



দৈহিক বর্ননাঃ

আকারঃএটা মাঝারি আকারের একটি জাত।


 মাথা: এদের মাথা বড় এবং অনেকটা রেসার কবুতরের মাথার মতো এবং মাথায় একটা থাকে।

ঠোট লম্বা এবং সাদা রঙের হয়ে থাকে।


চোখ সাদা এবং মাঝারি আকারের হয়।


বুক:এদের বুক মাঝারি এবং হাল্কা


 লেজ: এদের লেজ মাঝারি আকারের হালকা এবং দেখতে অনেকটা ইংরেজি অক্ষর V এর মতো


পাখাঃএদের পাখা মাঝারি এবং অনেক শক্তিশালী যা এদেরকে অনেক উপরে অনেকক্ষন নাগাদ উরতে সাহায্য কর।


গলাঃএদের গলা মাঝারি আকারের হয়ে থাকে।


 পা: এদের পা মাঝারি,পায়ে মুজা বা Muff থাকেনা এবং পা উজ্জল লাল রঙের হয়ে থাকে।


ব্যাবহারঃযদিও এদেরকে পালন করার মূল উদ্দেশ্য 
সকাল-সন্ধ্যা উরানো এবং ভালো রেজাল্ট করা কিন্তু এরা যেহেতু দেখতে অনেক সুন্দর তাই এখন এদের Excibition'ও হতে দেখা যায়।


অন্যান্যঃএই জাতের কবুতর দৈহিক ভাবে অনেক হালকা এবং এদের আনুমানিক গড় আয়ু ৭ থেকে ১০ বছর।



দামঃDanzing Highflyer কবুতরের দাম নির্ভর করে কালার,ফ্লাইং টাইম এবং ব্রিডারের উপর তাই এদের সঠিক দাম বলাটা কঠিন বিষয় তবে এদের আনুমানিক দামঃ৬,০০০ থেকে ১৫,০০০ টাকা।



কালার বা রঙঃসাদা,কালো,লাল ইত্যাদি

Danzing Highflyer || ডানজিগ হাইফ্লায়ার কবুতরের দাম
Picture:Collected




পালন পদ্ধতিঃএই জাতের কবুতর যেহেতু Highflyer তাই এদেরকে ছেরে পালন করতে হবে এবং সুষম খাদ্য দিতে হবে,

আর মনে রাখবেন এদেরকে যতটা সম্ভব ভোরে উরাবেন কারন এদেরকে যদি দেরি করে ছারা হয় এবং উরানো হয় তাহলে এরা যেহেতু Extreme Highflyer তাই সহজে নামতে চায়না ফলে দেখা যায় রাএিবেলায় ও উরে এবং অন্য কারো ছাদে গিয়ে বসলে তারা ধরে রাখতে পারে এবং আরো অন্যান্য বিপদ হতে পারে। 





বংশবৃদ্ধিঃ এরা খুব ভালো ডিম বাচ্চা করে। তবে কিছু-কিছু সময়ে এদের ডিম ফুটানো এবং বাচ্চা পালন করে বড় করার দাইত্ব দিতে হয় অন্য কবুতরকে ঠিক যেমন মানুষের বাচ্চা দওক দেওয়া হয় যাদের কাছে দওক দেওয়া হয় তাদেরকে বলা হয় ফোস্টার কবুতর।

এবার আশা যাক কাজের কথায় যে এরা বছরে কতবার বংশবৃদ্ধি করেঃ

এর সঠিক উওর হচ্ছেঃএরা বছরে ৫ থেকে ৬ বার বংশবৃদ্ধি করতে পারে তবে ফোস্টার করলে আরো বেশি বংশবৃদ্ধি করানো সম্ভব।



ভুল এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

তথ্য সংগ্রহঃ
নিজ অভিজ্ঞতা,উইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।

লেখকঃ
ঈদী আমিন আবিদ (এডমিন)।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।