Dragon/ড্রাগন কবুতরের দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা তথ্য।

Dragon/ড্রাগন কবুতরের দাম
Picture:Dragon Pigeon
Collected

 
আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি 
আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো Dragon কবুতর সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।



জাতের নামঃDragon

জাতের ধরনঃFlying/Excibition

বৈজ্ঞানিক নামঃColumba livia

উতপওি স্থানঃইংল্যান্ড/England



Dragon কবুতর  বহুকাল পূর্বে ইংল্যান্ডে Selective Breeding পদ্ধতিতে বিকশিত হয়েছিলো।
একসময় ইংল্যান্ডের সবথেকে জনপ্রিয় জাত ছিল এটি।
ইংল্যান্ডের বাহিরে বিভিন্ন দেশে এই জাতের কবুতর পাওয়া যায় বাংলাদেশেও এই জাতের কবুতরের কদর রয়েছে।
এই জাতের কবুতর খুবই ভালো উরতে পারে।
সারা বিশ্বে সমানভাবে  জনপ্রিয় রেসার কবুতরের অন্যতম পূর্বপুরুষ এরা।এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো হওয়াতে প্রায় সকল  ধরনের আবহাওয়াতেই বেচে থাকতে পারে।অন্যান্য সকল জাতের কবুতরের মতো এরাও Rock Pigeon বা জালালি কবুতরের বংশধর।



দৈহিক বর্ননাঃ

আকারঃএরা মাঝারি আকারের একটি জাত।


 মাথা: এদের মাথা মাঝারি আকারের,এরা মাথা উচুু করে রাখে এবংং মাথায় ঝুটি থাকেনা।


ঠোট এবং নাকঃএদের ঠোট মাঝারি আকারের এবং সামনের দিকে ভোতা,এদের নাকফুল বেশ বড় হতে পারে।

 চোখ: এদের চোখ উজ্জ্বল লাল রঙের এবং চোখের চারিদিকের চামরা মোটা হয়।


বুক:এদের বুক মাঝারি,মাংসাল এবং চওড়া।


 লেজ: এদের লেজ মাঝারি আকারের এবং সুগঠিত।


পাখাঃএদের পাখা শক্ত,মস্রিন এবং শক্তিশালী যা এদেরকে অনেকখন উরতে সাহায্য করে।


ঘারঃএদের ঘার মাঝারি এবং কিছুটা মোটা।


 পা: এদের পা মাঝারি এবং এদের পায়ে মুজা বা Muff থাকেনা এবং পা উজ্জল লাল রঙের হয়ে থাকে।


অন্যান্যঃএদের গড় ওজন ৪৮০ থেকে ৫৮০ গ্রামএবং গড় আয়ু ৭ থেকে ১০ বছর।



দামঃ 
Adault:আনুমানিক ৪০-৬০ হাজার টাকা।কিছু ক্ষেএে
দাম কম বেশি হতে পারে।

Baby:আনুমানিক ১৮-২৫ হাজার টাকা কিছু ক্ষেএে
দাম কম বেশি হতে পারে।


কালার বা রঙঃকালো, লাল,হলুদ,হলুদ চেকার,সাদা, ব্লু বার,ব্লু চেকার, রেড চেকার,গ্রিজেল,মিলি, ক্রিম বার, সিলভার চেকার এবং সিলভার বার।


Dragon/ড্রাগন কবুতরের দাম
Pictures:Collected


ব্যবহারঃএদের জাত উন্নয়ন করার পেছনে অন্যতম কারন হলো Excibition এ অংশ নেয়া।প্রতিবছর  এই জাতের কবুতরের Excibition অনুষ্ঠিত হয়।সেখানে অভিজ্ঞ বিচারকেরা তাদের তিক্ষণ নজর দ্বারা ১ম,২য় এবং তৃতীয় স্থান নির্বাচন করেন এবং ঐ কবুতরের ফেন্সিয়ারদের পুরস্কৃত করা হয়।

তবে উরানোর জন্যেও এদেরকে পালন করা হয়।



পালন পদ্ধতিঃএদের পালন পদ্ধতি কেমন হবে তা নির্ভর করে আপনি এদেরকে কি কারনে পালন করবেন তার উপর।

আপনি জদি উরানোর জন্য পালন করেন তাহলে অবশ্যই মুক্তচারন পদ্ধতিতে পালন করতে হবে।

জদি Excibition এর জন্য পালন করেন তাহলে অবশ্যই খাচায় আটকে পালন করতে হবে।



বংশবৃদ্ধিঃযেকোনো হোমা কবুতর-ই অন্যান্য কবুতরের তুলনায় খুব ভালো বংশবৃদ্ধি করে এরাও এর ব্যাতিকরম নয়।

Dragon  কবুতর অন্যান্য কবুতরের মতোই প্রতি ১ থেকে ১.৫ মাসে একবার ডিম দেয়।



ভুল এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

তথ্য সংগ্রহঃ
নিজ অভিজ্ঞতা,উইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।

লেখকঃ
ঈদী আমিন আবিদ (এডমিন)।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।