American Show Racer || আমেরিকান শো রেসার কবুতরের দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা তথ্য।

American Show Racer কবুতর

 

আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি 
আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো American Show Racer কবুতর সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।



জাতের নামঃShow Racer/Show Pen Racer

জাতের ধরনঃExcibition

বৈজ্ঞানিক নামঃColumba livia

উতপওি স্থানঃAmerica


American Show Racer কবুতর United States
খুবই দৃষ্টিনন্দন ফেন্সি কবুতরের একটি জাত। এটি ১৯৫০ দশকের শুরুর দিকে  Racing Homers এর মাধ্যমে উদ্ভাবিত হয়।

 ১৯৫২ সালে  American Show Pen Racer Club গঠন করা হয় যদিও পরবর্তীতে "Pen" শব্দটি এই নাম থেকে বাদ দেওয়া হয়।বর্তমানে এই সংগঠনের নাম American Show Racer Club।


দৈহিক বর্ননাঃ

আকারঃএরা বড় এবং গোলগাল আকারের একটি জাত।


 মাথা: এদের মাথা বড়  এবং মাথায় কোন রকম ঝুটি বা Crest থাকেনা,নাক বড়,ঠোট ছোট ভোতা এবং চোখ লাল রঙের হয়ে থাকে ল।


বুক:এদের বুক বড়,মাংসাল এবং চওড়া।


 লেজ: এদের ছোট আকারের এবং সুগঠিত।


পাখাঃএদের পাখা শক্ত এবং শক্তিশালী যা এদেরকে অনেকখন উরতে সাহায্য করে।


ঘারঃএদের ঘার মাঝারি এবং কিছুটা মোটা।


 পা: এদের পা মাঝারি এবং এদের পায়ে মুজা বা Muff থাকেনা এবং পা উজ্জল লাল রঙের হয়ে থাকে।


 পালক: এদের পুরো শরীরের পালক-ই মসরিন।


অন্যান্যঃএদের গড় ওজন ৪০০ থেকে ৬৬০ গ্রাম এবং গড় আয়ু ৭ থেকে ১০ বছর।


ব্যবহারঃএদের জাত উন্নয়ন করার পেছনে মূল কারন হলো Excibition এ অংশ নেয়া।প্রতিবছর  আমেরিকায় এই জাতের কবুতরের Excibition অনুষ্ঠিত হয়।সেখানে অভিজ্ঞ বিচার কেরা তাদের তিক্ষণ নজর দ্বারা ১ম,২য় এবং তৃতীয় স্থান নির্বাচন করেন এবং ঐ কবুতরের ফেন্সিয়ারদের পুরস্কৃত করা হয়।



দামঃএদের দাম নির্ভর করে এদের সাইজ, কালার,ব্রিডার ইত্যাদির ওপর নির্ভর করে তাই নির্দিষ্ট করে বলা খুবই কঠিন তবে কালারভেদে ৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।


কালার বা রঙঃBlack,White,Red,Red Bar,Red Chaker,Blue Bar,Blue Chaker,Grizel ইত্যাদি।

American Show Racer কবুতর
Pictures:Collected




পালন পদ্ধতিঃ
German Beauty কবুতর খুবই সৌখিন এবং মূল্যবান একটি জাতের কবুতর আর কোনো সৌখিন কবুতর পালক-ই চাইবেনা যে তার শখের মূল্যবান কবুতরটি হারিয়ে যাক বা চুরি হয়ে যাক।তাই জারা সৌন্দর্য উপভোগ করার জন্য পালন করবে তারা অবশ্যই খাচায় পালন করবে।


খাদ্যঃ সকল কবুতরের মতো এদেরকেও সুষম খাদ্য দিতে হবে।



প্রায় সকল ধরনের ফেন্সি কবুতর-ই অন্নান্য স্বাধারন কবুতরের তুলনায় কম গতিতে বংশবৃদ্ধি করলেও এরা খুব ভালো ডিম বাচ্চা করে। তবে কিছু-কিছু সময়ে এদের ডিম ফুটানো এবং বাচ্চা পালন করে বড় করার দাইত্ব দিতে হয় অন্য কবুতরকে ঠিক যেমন মানুষের বাচ্চা দওক দেওয়া হয় যাদের কাছে দওক দেওয়া হয় তাদেরকে বলা হয় ফোস্টার কবুতর।

এবার আশা যাক কাজের কথায় যে এরা বছরে কতবার বংশবৃদ্ধি করেঃ
এর সঠিক উওর হচ্ছেঃএরা বছরে ৫ থেকে ৬ বার বংশবৃদ্ধি করতে পারে তবে ফোস্টার করলে আরো বেশি বংশবৃদ্ধি করানো সম্ভব।



ভুল এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

তথ্য সংগ্রহঃ
নিজ অভিজ্ঞতা,উইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।

লেখকঃ
ঈদী আমিন আবিদ (এডমিন)।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।