Ukrainian SkyCutter || ইউক্রেনীয় স্কাইকাটার কবুতর এর দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা তথ্য।

 

Ukrainian Skycutter || ইউক্রেনীয় স্কাইকাটার কবুতর এর দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা তথ্য।


আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো Skycutter কবুতর সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।



জাতের নামঃSkycutter/Tucheresi/Tucurez

জাতের ধরনঃFlying

বৈজ্ঞানিক নামঃColumba livia

উতপওি স্থানঃUkrain


Ukrainian Skycutter কবুতর গৃহপালিত কবুতরের একটি জাত।এটি আসলে দক্ষিণ ইউক্রেনের ক্রিমিয়ান উপদ্বীপ থেকে উদ্ভাবিত হয়েছিল

বহুকাল পূর্বে Ukraine এ এই জাতের কবুতর প্রথমবার দেখা গিয়েছিলো।

এদের নামকরন করা হয়েছে এদের উরার ধরন এবং উতপওি স্থল ইউক্রেনের নাম অনুসারে।

এটি প্রথম উত্তর আমেরিকায় পৌঁছেছে, ১৯67 সালে।এই জাত তৈরির মূল উদ্দেশ্য ছিলো ভালো উরতো পারে এমন কবুতর তৈরি করা।



দৈহিক বর্ননাঃ

এটা মাঝারি আকারের এবং শক্তিশালী একটি জাত।এদের রয়েছে শক্তিশালী পাখা,লেজ এবং চোখ যা এদেরকে উরতে এবং ল্যান্ড করতে সাহায্য করে।


ব্যাবহারঃ এদের জাত উন্নয়ন করা হয়েছে উরানোর জন্য আর এখনো এটাই বিদ্যমান আছে।



গড় আয়ুঃ এদের আনুমানিক গড় আয়ু ৭ থেকে ১০ বছর।



দামঃ?



কালার বা রঙঃসাদা,কালো,মুসালদম,লাল,মিলি ইত্যাদি

Ukrainian Skycutter || ইউক্রেনীয় স্কাইকাটার কবুতর এর দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা তথ্য।



বিশেষ বিজ্ঞপ্তিঃ

 Ukrainian Skycutter কবুতর খুব পরিশ্রমি এবং চন্চল জাত।এরা এদের চমৎকার উরার খমতার জন্য বিখ্যাত। এদের উরার নিয়ম সাধারন কবুতরের থেকে ভিন্ন এই জাতের কবুতর সাধারন Gribaz কবুতরের মতো বৃওাকার ভাবে উরেনা।

এরা Loft থেকে সোজা উপরের দিকে উঠে,দেখল মনে হয় যেন আকাশকে কেটে উপরের দিকে উঠছে এবং উরার সময় লেজ ও পাখা এমনভাবে সন্চালন করে যেন কোন সাধারন কবুতর উরা সমাপ্ত করে নিচে নেমে আসছে।

খাবারঃএরাও অন্যান্য সকল জাতের কবুতরের মতো শস্যভোজী এবং প্রধান খাদ্যতালিকায় অবশ্যই 12-17 শতাংশ প্রোটিন এবং Grit থাকতে হবে


ভুল এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

তথ্য সংগ্রহঃ
নিজ অভিজ্ঞতা,উইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।

লেখকঃ
ঈদী আমিন আবিদ (এডমিন)।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।