warsaw butterfly Tumbler ||ওয়ারসও বাটারফ্লাই টাম্বলার কবুতর এর দাম জাত পরিচিতি এবং বিভিন্ন অজানা তথ্য।

warsaw butterfly Tumbler ||ওয়ারসও বাটারফ্লাই টাম্বলার কবুতর এর দাম
Picture:Collected

 
আরো একবার সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি 
আজকের আলোচনা।আজ আমি আলোচনা করবো warsaw butterfly Tumbler কবুতর সম্পর্কে।তো চলুন শুরু করা যাক।



জাতের নামঃPOLISH warsaw butterfly Tumbler

জাতের ধরনঃExcibition

বৈজ্ঞানিক নামঃColumba livia

উতপওি স্থানঃPOLAND


warsaw butterfly ফেন্সি/Fancy জাতের খুবই সুপরিচিত এবং দৃষ্টিনন্দন একটি জাত।এদের নামকরন মূলত হয়েছে এদের প্রজাপতির মতো দেখতে পাখার জন্য।
Poland এর রাজধানী warsaw'তে এই জাতের কবুতর প্রথম দেখা গিয়েছিলো।Poland সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই জাতের কবুতর পাওয়া যায় বাংলাদেশ এই জাতের কবুতর খুব বেশি জনপ্রিয় না হলেও বাংলাদেশে এই জাতের উন্নয়ন কাজ চলছে।

এদের কিছু গুনাগুন হলোঃএরা -৩০ ডিগ্র সেলসিয়াস পর্যন্ত বাচতে পারে বড়ফে এদের কিছুই হবেনা,এরা ১,০০০ ফুট উচুতে উরতে পারে,সাধারন গ্রীবাজ কবুতরের মতো এদেরও গলা কষে এবং উরার সময় দেখতে প্রজাপতির মতো দেখায়।




দৈহিক বর্ননাঃ

আকারঃএরা ছোট আকারের একটি জাত অনেকটা 
Short Face কবুতরের মতো।


 মাথা: এদের মাথা ছোট কিছুটা গোলাকার এবং সামন দিক থেকে কিছুটা ভিতরের দিকে ঢুকানো,ঠোট অনেক ছোট এবং কিছু-কিছু কবুুুুুুতরের মাথায় ঝুটি থাকে।


বুক:এদের বুক ছোট আকারের হয়ে থাকে।


 লেজ: এদের লেজ ছোট এবং সুগঠিত।



ঘারঃএদের ঘার ছোট এবং কষে।


 পা: এদের পা মাঝারি এবং এদের পায়ে বড়-বড় মুজা বা Muff থাকে এবং পা উজ্জল লাল রঙের হয়ে থাকে।


 পালক: এদের পুরো শরীরের পালক-ই মসরিন।


অন্যান্যঃএদের  গড় আয়ু ৭ থেকে ১০ বছর এবং ওজনে এরা খুবই হালকা।


ব্যাবহারঃএই জাতের কবুতর Excibition এর জন্য ব্যাবহার হয়।


দামঃ?


কালার বা রঙঃকালে,সাদা,লাল, ইত্যাদি।

warsaw butterfly Tumbler ||ওয়ারসও বাটারফ্লাই টাম্বলার কবুতর এর দাম
Pictures:Collected




পালন পদ্ধতিঃ warsaw butterfly কবুতর খুবই সৌখিন এবং মূল্যবান একটি জাতের কবুতর আর কোনো সৌখিন কবুতর পালক-ই চাইবেনা যে তার শখের মূল্যবান কবুতরটি হারিয়ে যাক বা চুরি হয়ে যাক।তাই জারা সৌন্দর্য উপভোগ করার জন্য পালন করবে তারা অবশ্যই খাচায় পালন করবে।

যেহেতু এরা অনেক ভালো উরতে পারে কেউ জদি উরানোর জন্য পালন করে তাহলে মুক্তচারন পদ্ধতিতে পালন করতে হবে।



শুধু warsaw butterfly কবুতর-ই নয় বরং সকল ফেন্সি কবুতর-ই অন্নান্য স্বাধারন কবুতরের তুলনায় কম গতিতে বংশবৃদ্ধি করে এবং এরা ডিমে তা দিতে এবং বাচ্চা পালন করতে তেমন পারাদর্শী হয় না। এদের ডিম ফুটানো এবং বাচ্চা পালন করে বড় করার দাইত্ব দিতে হয় অন্য কবুতরকে ঠিক যেমন মানুষের বাচ্চা দওক দেওয়া হয় যাদের কাছে দওক দেওয়া হয় তাদেরকে বলা হয় ফোস্টার কবুতর।

এবার আশা যাক কাজের কথায় যে এরা বছরে কতবার বংশবৃদ্ধি করেঃ
এর সঠিক উওর হচ্ছে অভিজ্ঞের থেকে যেনে নেওয়া ভালো।



ভুল এুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

তথ্য সংগ্রহঃ
নিজ অভিজ্ঞতা,উইকিপিডিয়া,বিভিন্ন কবুতর সম্পর্কিত ব্লগ এবং কবুতর সম্পর্কিত বিভিন্ন বই।

লেখকঃ
ঈদী আমিন আবিদ (এডমিন)।


প্রয়োজনীয় এবং তথ্যবহুল পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন এবং ভুলএুটি হলে দয়া করে আমাদেট ই-মেইলে যেগাযোগ করুন আশা করি অতিশিঘরই ভুলএুটি শংসোধন করা হবে।

সবার সুস্বাস্হ্য কামনা করে আজ এই পর্যন্তই দেখা হবে কোন এক সময়ে কোন এক জ্ঞানমুলক আলোচনায়।

সবাইকে আসসালামু-আলাইকুম। 

*****************THANK YOU****************



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Hameco Ph কবুতরের সালমোনিলা বা প্যারাটাইফোয়েড রোগ এর চিকিৎসা ২০২১।

Boostbryd-N কবুতরের জন্য সেরা Multivitamin (মাল্টিভিটামিন) ২০২১।

কবুতরের ঠান্ডা বা সর্দি কাশির চিকিৎসা।